পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাসের লকডাউনের জেরে অসহায় দেশের গরিব মানুষ। এবার তাঁদের জন্য সরাসরি আর্থিক প্যাকেজের ঘোষণা করল মোদী সরকার। যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। এরই অন্তর্ভুক্ত উজ্জ্বলা যোজনায় সুবিধাপ্রাপ্ত মহিলারা।
আগামী ৩ মাস তাদের জন্য ফ্রি সিলিন্ডার দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।ক্ষমতায় আসার পর প্রথম দফাতে গ্রামের গরিব মহিলাদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল মোদী সরকার। বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছিল ৮.৩ কোটি বিপিএল তালিকা ভুক্ত পরিবারকে।
এবার সেইসব পরিবারগুলিকেই করোনা লকডাউনে ক্ষতিগ্রস্থদের তালিকায় আনা হল। আগামী ৩ মাসের জন্য প্রতিমাসে একটি করে সিলিন্ডার এইসব পরিবারগুলিকে দেওয়া হবে।আর এবার সেই লক্ষে কেন্দ্র সরকারের ঘোষনা মতো বিনামূল্যে উজ্জ্বলা যোজনার গ্যাস পেতে কালিয়াগঞ্জে মহিলাদের লম্বা লাইন চোখে পড়ল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোজগার হাড়ানো এই শ্রমজীবী মানুষদের কথা ভেবে মহিলা উজ্জ্বলা যোজনার গ্রাহকদের তিনমাসে তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেবার কথা ঘোষণা করেন। পয়লা এপ্রিল থেকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সুবিধা মিলবে।
সেই সুবিধা পেতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জের দুটি গ্যাস এজেন্সির দোকানের সামনে মহিলাদের লম্বা লাইন পড়ে।এই ফ্রি গ্যাস পেতে উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা এদিন ভিড় করে নিজেদের অ্যাকাউন্ট আপডেট করতে। নিজের উজ্জ্বলা গ্যাস অ্যাকাউন্টে মোবাইল ও আধার নম্বর আপডেট করতে হচ্ছে উপভোক্তাদের। কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার সচল অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি গ্যাস সিলিন্ডারের মূল্য বাবদ টাকা পাঠাবে। সেই টাকা দিয়ে গ্যাসের দাম মেটাবেন উজ্জ্বলা যোজানার গ্রাহকেরা। নতুন অর্থবর্ষের প্রথমদিন এই নিয়মের কথা সামনে আসার পর বৃহস্পতিবার দ্বিতীয় দিন কালিয়াগঞ্জের দুই গ্যাস এজেন্সির দোকানে অ্যাকাউন্ট আপডেট করতে মহিলাদের লম্বা লাইন পড়ে।
আরও পড়ুনঃ দেশের সংকটে মানবিক পোস্টম্যান
প্রত্যেক মহিলাদের দেখা যায় উৎসাহের সাথে গ্যাস এজেন্সি দোকানের সামনে ভিড় করতে। তারা বলেন লকডাউনের ফলে সাড়াদেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে সাথে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এমন অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছে তিন মাস বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার দেবে তা সত্যি একটা ভালো পদক্ষেপ। তারা সকলেই ধন্যবাদ জানান নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারকে। মহিলারা বলেন এই গ্যাস পেয়ে তারা যেমন খুশি হয়েছে তেমনি লকডাউনে তাদের পরিবারের রান্না করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হল। তারা লকডাউন কে খুব সুন্দর ভাবে মেনে চলছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584