মনিরুল হক, কোচবিহারঃ
রাষ্ট্রায়ত শিল্প, কৃষি, কাজ ও মজুরি, এনআরসি বাতিল ও ছাঁটাই রোধের দাবিতে বৃহস্পতিবার বামফ্রট ও কংগ্রেসের ট্রেড ইউনিয়ন সহ গন সংগঠনগুলির উদ্যোগে কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত লং মার্চের সূচনা হল। এই দিনের এই কর্মসূচীকে ঘিরে বামপন্থী কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পরার মতো।
এদিন নির্ধারিত সময় অনুযায়ী কোচবিহার সিআইটিইউ দপ্তরের সামনে থেকে ট্যাবলো সহ একটি সুসজ্জিত মিছিল বেরিয়ে শহরের হরিশপাল হয়ে তা ঘুঘুমারির দিকে রওনা হয়। আজ মাথাভাঙ্গায় এই লং মার্চ বিরতি নিয়ে কাল শিলিগুড়ি উদ্দেশ্য রওনা হবে বলেও জানা গেছে।
এদিনের এই কর্মসূচী প্রসঙ্গে বামফ্রটের আহ্বায়ক তথা লং মার্চ কমিটির সভাপতি তারিণী রায় বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি ও এনআরসির মতো ভয়ঙ্কর অবস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সমস্ত গন সংগঠনের উদ্যোগে আমাদের এই লং মার্চ।
আরও পড়ুনঃরঘুনাথগঞ্জে ‘নিজগৃহ নিজভূমি প্রকল্প’-এ পাট্টা বিতরন কর্মসূচি
তিনি আরও বলেন, কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত এই কর্মসূচীতে স্থায়ীভাবে অংশ নিচ্ছে আমাদের ১৫ জন প্রতিনিধি। মানুষের প্রাপ্য দাবিকে ফিরে পাবার লক্ষ্যেই আমাদের এই কর্মসূচী। আগামী ১০ ডিসেম্বর এই লং মার্চ শিলিগুড়িতে গিয়ে শেষ হবে, এবং সেখানে হবে এর প্রকাশ্য সমাবেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584