নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার শহরে ঢাউস শিবের মূর্তি বানিয়ে পুজো চালু করে আলিপুরদুয়ারের প্রভাত সংঘ।গত বছর থেকে এই উদ্যোগ শুরু হয়।এবার তাদের শিব পুজো পড়ল দ্বিতীয় বর্ষে।একেবারে ২৬ ফুট লম্বা জটাধারির মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই ক্লাব।উত্তরবঙ্গে শিবের এত বড় মূর্তি আর নেই বলে দাবি করেছেন ক্লাবের উদ্যোক্তারা।
আরও পড়ুনঃ ফালাকাটার জটেশ্বর মন্দিরে শিবরাত্রি ঘিরে উদ্দীপনা
প্রভাত সঙ্ঘের সম্পাদক স্বরুপ দে বলেন, “ আলিপুরদুয়ারে শৈব স্থান বলতে জয়ন্তী পেরিয়ে ভুটান পাহাড়ের মন্দির।সকলের সেখানে যাওয়া সম্ভব হয় না।সেই কারনে আমরা গত বছর থেকে এই পুজো শুরু করি। গত বছর ২১ ফুটের শিবের মূর্তি হয়েছিল।এবার মূর্তি ২৬ ফুট করা হয়েছে।অসম, কোচবিহার ও ডুয়ার্স থেকে প্রচুর মানুষ আমাদের এই মন্ডপে পুজো দেখতে আসেন।”সোমবার এই পুজোর উদ্বোধন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।সোমবার থেকেই এই মন্ডপ দেখতে মানুষ ভীড় জমাতে শুরু করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584