লরি-গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক

0
86

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

The lorry-gas cylinder was one of the injured in front of the vehicle
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পি ডাব্লিউ ডি মোড়ে ৩১ নং জাতীয় সড়কে গ্যাস ট্যাংকার ও লরির মুখোমুখি সংঘর্ষ।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।

The lorry-gas cylinder was one of the injured in front of the vehicle
গৌর ঘোষ,প্রত্যক্ষদর্শী।নিজস্ব চিত্র

এদিন রাতে ইসলামপুর শহরের লাইফ লাইন ৩১ নং জাতীয় সড়কের পিডাব্লিউডি মোড় এলাকায় গ্যাসের ট্যাঙ্ক বোঝাই গাড়ি ও একটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এই ঘটনার জেরে হতাহতের খবর নেই জখম হয়েছে একজন। স্থানীয়দের দাবি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু তার হাত থেকে কোনোক্রমে রক্ষা পেয়েছে।

আরও পড়ুনঃ ভগবানপুর থানা এলাকায় বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন

The lorry-gas cylinder was one of the injured in front of the vehicle
চিকিৎসাধীন আহত।নিজস্ব চিত্র

আহত হয়েছে গ্যাস ট্যাংকার বোঝাইয়ের চালক মিলন তরফদার (৩২), বাড়ি আলিপুরদোয়ারের বটতলা এলাকায়। এদিন রাতে শিলিগুড়ি দিক থেকে আসা গ্যাস ট্যাংকার বোঝাই গাড়িটি অপর দিক থেকে আসা একটি লড়ি যখন পিডাব্লিউডি মোড় এলাকায় আসে সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে গ্যাস ট্যাংকার বোঝাই লড়িটি উলটো দিক থেকে আসা লড়িতে ঢাকা মারে বলে অভিযোগ স্থানীদের।

The lorry-gas cylinder was one of the injured in front of the vehicle
নিজস্ব চিত্র

পুলিশ ও দমকলের কর্মিরা আহত ট্যাংকারের চালককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।এই ঘটনার জেরে বেশ কিছু সময় জাতীয় সড়কে যানচলাচল বন্ধ থাকে। গ্যাস ট্যাংকার থাকার জন্য সাধারন মানুষের মধ্য অতঙ্ক ছড়ায়।পড়ে ঘাতক গাড়ি দুটিকে পুলিশ নিজেদের হেপাজতে নেয় এবং জাতীয় সড়কে যানচলাচল স্বাভাবিক করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here