সহকর্মীরা কথা শোনেন না, অনশনে প্রধান শিক্ষক 

0
184

সুদীপ পাল, বর্ধমানঃ

বিদ্যালয়ের সহ শিক্ষকরা তাঁর কথা শুনছেন না। উপরন্তু সহ শিক্ষকদের কাছ থেকে জুটেছে কটুক্তি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোন প্রতিকার মেলেনি। সহ শিক্ষকদের ক্রমাগত কটুক্তি আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলা তাঁর মানসিক যন্ত্রণার কারণ হচ্ছিল। তাই এবার প্রতিকার চেয়ে পূর্ব বর্ধমানের গুসকরার ইঁটাচাদা প্রাথমিক স্কুলের সামনে অনশনে বসলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিকচন্দ্র ঘোষ।

অনশনে প্রধানশিক্ষক

কার্তিকবাবুর অভিযোগ, তাঁর দুই সহ-শিক্ষক স্কুলে দেরি করে আসায় তাঁদের সতর্ক করেন তিনি। তাঁরা তাঁকে অশ্রাব্য গালিগালাজ করে। নিয়ম মানার কথা বললে জোটে দুর্ব্যবহার। সপ্তাহ কয়েক আগে রীতিমত তাঁকে হেনস্থা করে বলে অভিযোগ এই দুই শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি তিনি এসআই-এর কাছে নিয়ে যান। কিন্তু তিনিও নাকি বিদ্যালয়ে এসে তাঁকেই দোষারোপ করে যান। এক্ষেত্রে সুবিচার পান নি বলে অভিযোগ কার্তিকবাবুর। বিদ্যালয়ের অন্য দুই শিক্ষক এবিষয়ে কিছু বলতে চাননি। জেলা বিদ্যালয় পরিদর্শক নারায়ণ চন্দ্র পাল বলেন, ‘অনশনে কেন উনি বসেছেন জানা নেই। তবে দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here