বহরমপুরে মানবিকতার অনন্য নজির সৃষ্টি ‘আহ্বান’এর

0
130

শুভদীপ ভট্টাচার্য, বহরমপুরঃ

বহরমপুর শহরে ওয়াইএমএ মাঠের ধার ঘেষে উদ্বাস্তুদের আনাগোনা। এ চিত্র শহরের মানুষের মনে আর কোনো প্রভাবই ফেলতে পারেনা। অবহেলা সয়েই চলতে থাকে তাদের যাযাবর জীবন যাপন। অসহায়তা নিয়েই খোলা আকাশের নীচে বাস তাদের। নেই আস্তানা, স্থায়ী বাসস্থান। নেই খাদ‌্য-খাবারের সংস্থান। ঘোর বর্ষা। অসহায়তার চুড়ান্ত। বরাবরের আশা তাদের পাশে এসে দাঁড়াক কেউ। আশার কথা ব‌্যার্থ নয় তারা, ডাকে সারা পেয়েছে। পাশে দাঁড়িয়েছে আহ্বান ফাউন্ডেশন।

নিজস্ব চিত্র

সম্পাদক শৌভিক সিনহা সাহায‌্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের। বর্ষার অসহায়তা কাটাতে প্রত‌্যেকে হাতে তুলে দিয়েছেন ত্রিপল। পাশাপাশি সাধ‌্যমতো খাবারের সংস্থানের জন‌্য চাল ডাল তুলে দিয়েছেন তাদের হাতে। পরিমাণ প্রচুর নয়। মাস তো নয়ই হয়ত সপ্তাহের কটা দিন কাটবে ওই খাবারে। কিন্তু তাতেই হাসির ঝলক ফুটে উঠেছে তাদের মুখে। একেই বর্ষাকাল, আকাশ মেঘাচ্ছন্ন থাকছে প্রায় সর্বক্ষণ। আকাশের পরিস্থিতিতে তাদের মুখেও জমছিল থমথমে মেঘ। ‘আহ্বানে’র বদান‌্যতায় তাদের মুখে ফুটল হাসি, অনেকটা আটটা-নটার সূর্যের মত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here