মৃত্যুর আগের ছবি পাঠিয়েই আত্মঘাতী প্রেমিকা,গ্রেফতার প্রেমিক

0
249

পিয়ালী দাস,বীরভূমঃ

বিয়েতে নারাজ প্রেমিক,তাই নিজের আত্মহত্যার ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পৃথিবী ছাড়লো প্রেমিকা।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে।

সিউড়ি থানার ডাঙ্গাল পাড়ার বাসিন্দা শুভ্রা মন্ডল সিউড়ি বিদ্যাসাগর কলেজের পার্টটাইম লেকচারার।পরিবার সূত্রে খবর,শুভ্রা মন্ডলের সাথে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিল সিউড়ি থানার করিধ্যা অঞ্চলের সুমন চট্টোপাধ্যায় নামের এক যুবকের।

শুভ্রা মন্ডল।সংবাদ চিত্র

বেশ কিছুদিন ধরেই শুভ্রা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সুমনকে চাপ দিতে শুরু করে বিয়ের জন্য।প্রথমে সুমন রাজি থাকলেও পরে বিয়ে করতে পারবে না বলে শুভ্রাকে সাফ জানিয়ে দেয়।এরপর থেকেই শুভ্রা সুমনের মধ্যে অশান্তি শুরু হয়।

বারবার শুভ্রা সুমনকে বলতে শুরু করে যে তাদের যদি বিয়ে না হয় তাহলে সে আত্মহত্যা করবে,কিন্তু সুমন শুভ্রার আত্মহত্যা করার কথাটিকে মোটেও গুরুত্ব দেয়নি।

আরও পড়ুনঃ মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রৌঢ়

যতবারই শুভ্রা সুমনকে বোঝাবার চেষ্টা করেছে যে সে সুমনকে ছাড়া জীবনে কখনো সুখী হবে না সুমন ততোবারই এই আবেদন কে কার্যত তিরস্কার করে শুভ্রাকে মুখের উপর না বলে দিয়েছে তাকে বিয়ে করা সম্ভব নয় বলে।

স্থানীয় সূত্রে খবর বিগত তিন মাস ধরে শুভ্রাকে বিশেষ করে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না দেখা গেলেও সেই ভাবে প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে নজরে আসেনি।

স্থানীয় বাসিন্দা দীপক দাস জানান, “ছোট থেকেই শুভ্রাকে দেখেছি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্রী,আচার ব্যবহারেও অত্যন্ত মার্জনীয়,খুবই মর্মান্তিক ঘটনা এইভাবে একটি জীবন্ত এবং প্রাণোচ্ছল, সুস্পষ্ট বক্তা হিসেবে সুখ্যাতি ছিল শুভ্রাকে এইভাবে চোখে হারিয়ে ফেলবো তা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি।”

এদিকে সিউড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পরে শুভ্রার মোবাইল থেকে সুমনের নাম্বার এ আত্মহত্যার ছবি পাঠানো দেখে মৃত্যুর কারণ সম্বন্ধে নিশ্চিত হয়ে যায় তারপরে সিউড়ি থানার পুলিশ সুপার প্রেমিক সুমনকে গ্রেফতার করে সোমবার আদালতে তুললে বিচারক দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যদিও শুভ্রা ও সুমনের পরিবারের সদস্যরা সমস্ত বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here