পিয়ালী দাস,বীরভূমঃ
সোমবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর।পরীক্ষা দেবার জন্য বাজার থেকে ব্যাগ কিনে ফেরার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর।
মাধ্যমিক ওই পরীক্ষার্থী তনুশ্রী বাগদি বীরভূমের কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরীক্ষা দেওয়ার জন্য নিজের গ্রাম গঙ্গারামপুর থেকে ময়ূরেশ্বর বাজারে এসেছিল একটি স্কুল ব্যাগ কিনতে। সাথে ছিল আরও এক বোন। সে সময় কোটাসুর মোড়ে একটি ডাম্পার তাদের দুজনকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রী তনুশ্রী বাগদির এবং আহত হয় তার সঙ্গে থাকা বোন বিউটি বাগদিও।
আরও পড়ুন: বেড়িয়ে ফেরার পথে দুর্ঘটনায় আহত উনিশ শিক্ষার্থী
স্থানীয়দের কাছ থেকে জানা যায় তারা দুজনেই সাইকেলে ছিল এবং দুজনেই এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘাতক ওই ডাম্পারটিকে আটক করে এবং ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলে ময়ূরেশ্বর থানার পুলিশ এলেও পুলিশকে তোয়াক্কা না করেই পুলিশের সামনেই চলতে থাকে গাড়ি ভাঙচুর। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ডাম্পারটিতে আগুন ধরানোর চেষ্টা করলে পুলিশ অবশেষে কোন উপায় না পেয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় বলেও জানা গিয়েছে।
মৃত ওই মাধ্যমিক পরীক্ষার্থী তনুশ্রী বাগদির বয়স ১৫ বছর। দুর্ঘটনার সময় তার আরেক বোন বিউটি ডাম্পারের ধাক্কা খেয়ে রাস্তা থেকে ছিটকে গেলেও তনুশ্রী ডাম্পারের চাকার নিচে পিষে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ময়ূরেশ্বর থানার গঙ্গারামপুর গ্রামে। দুর্ঘটনাকে কেন্দ্র করে কোটাসুর মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584