নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর।মৃত ছাত্রের নাম রাজীব দাস।দূর্ঘটনাটি ঘটে বুধবার বেলা পৌনে ১১টা নাগাদ ফালাকাটা ব্লকের ঝাড়বেলতলি নেপালী বস্তির কাছে।স্থানীয় সূত্রে জানা যায়,পশ্চিম দেওগাঁও এর বাসিন্দা রাজীব দেওগাঁও হাইস্কুলের ছাত্র ছিল।

আরও পড়ুন: পরীক্ষা হলে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি মাধ্যমিক পরীক্ষার্থী
মাধ্যমিকে তার সিট পড়েছিল গোপ্পু মেমোরিয়াল হাইস্কুলে। এদিন রাজিবুল আলম নামে অপর এক মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুর বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল রাজীব।সেই সময় উলটো দিক থেকে আসা অপর একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বাইকটির।ছিটকে পড়ে যায় রাজীব।

এরপর গুরুতর জখম অবস্থায় রাজীবকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।অপর দিকে বাইক চালক রাজীবুলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।ছাত্রের মৃত্যুতে গভীর শোকের ছায়া এলাকায়।দেওগাঁ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিফুল আলম জানান,দুটি বাইকের মুখোমুখি সংর্ঘষে একজন ছাত্র ছিটকে পড়ে গুরুতর আহত হয়।তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা।মৃত বলে ঘোষনা করে।এটা অত্যন্ত দুঃখ জনক ঘটনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584