শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের চালুন গ্রাম পঞ্চায়েতের চালুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উন্নত চিকিৎসার সরঞ্জাম আছে, বেড আছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সুন্দর বিল্ডিংও আছে। কিন্তু চিকিসক ও নার্সদের অভাবে ধুঁকছে স্বাস্থ্য কেন্দ্রটি।
২০১৪ সালে এই স্বাস্থ্য কেন্দ্র তৈরির পর এই এলাকার আটটি গ্রাম, দশ আসন বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল ছিল। এখানে গর্ভবতী মহিলাদের প্রসব, ছোটোখাটো অস্ত্রপচার– সব কিছুই হতো কিন্তু বর্তমানে কোনও অজ্ঞাত কারণে এই স্বাস্থ্য কেন্দ্রের বেশির ভাগ কর্মীকে জেলা স্বাস্থ্য দফতর অন্য জায়গায় স্থানান্তরিত করেছে।
আরও পড়ুনঃ বুলবুল ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা মমতা সরকারের
যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সে সব কর্মী এই স্বাস্থ্য কেন্দ্রের কর্মী হিসেবেই বেতন পায়। বর্তমানে এই কেন্দ্রে একজন মাত্র চিকিৎসক ও কয়েকজন নার্স রয়েছেন, ফলত চিকিৎসা পরিষেবা প্রদান করতে হিমসিম খেতে হচ্ছে এখানকার কর্মীদের।
এমনকি এই স্বাস্থ্য কেন্দ্রের জেনারেটর অন্যত্র সরিয়ে ফেলার চক্রান্তও করেছিল কেউ বা কারা। এলাকার বাসিন্দাদের চেষ্টাতেই সেই যাত্রায় জেনারেটরটিকে অন্যত্র সরিয়ে ফেলার হাত থেকে বাঁচানো গেছে।
বর্তমানে রাজ্য সরকার, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির বিভিন্ন পদক্ষেপ নিলেও এই প্রত্যন্ত এলাকার মানুষের সাথে স্বাস্থ্য দফতর বঞ্চনা কেন করছে, তা নিয়েই উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584