নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বন দফতরের অন্তর্গত আড়াবাড়ি রেঞ্জের জঙ্গল লাগোয়া চাঁদমুড়া গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।ওই মৃত ব্যক্তির নাম ছবিলাল ভুল বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান বুধবার ভোর নাগাদ আড়াবাড়ির জঙ্গল থেকে একটি বুনো হাতি আক্রমণ করে,ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়,এর পরেই স্থানীয় বাসিন্দারা সেই মৃতদেহটিকে নিয়ে আড়াবাড়ির রেঞ্জার অফিস ঘেরাও করে,এলাকা বাসিন্দাদের দাবি ওই এলাকায় হাতি আছে সেই কথা বন দফতরের জানা।তা সত্ত্বেও কেন মাইকিং করে গোটা এলাকাবাসীকে সতর্ক করা হয়নি।
আরও পড়ুনঃ তিন হাতির মৃত্যু,স্মারক লিপি বিজ্ঞান মঞ্চের
এলাকা বাসিন্দাদের আরও অভিযোগ বেশ কয়েক দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ওই বুনো হাতি জমির ফসল থেকে শুরু করে আক্রমণ করছে সাধারণ মানুষকে এই বিষয়ে বনদফতর কোনও পদক্ষেপ কেন নেয়নি,যদিও আড়াবাড়ির রেঞ্জার সমীর মাহাত জানান ভোরের বেলা চাঁদমুড়া গ্রামের বাসিন্দা ছবিলাল ভুল প্রাতঃকার্য সারতে বাড়ির বাইরে বেরিয়ে ছিল,সেই সময় একটি হাতি আক্রমণ করে ঘটনাস্থলে মৃত্যু হয় ছবিলাল ভুলের।
স্থানীয় বাসিন্দারা মৃতদেহ নিয়ে ক্ষতি পুরণের দাবিতে আড়াবাড়ি রেঞ্জ অফিসে ঘেরাও করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584