বৃষ্টির চোখ রাঙানিতে মাথায় হাত মন্ডপ সজ্জা শিল্পীদের

0
213

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

প্রবল বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার কারণে চরম সমস্যায় পড়েছেন আলিপুরদুয়ার জেলার মৃৎশিল্পী আর মণ্ডপ শিল্পীরা। অসময়ের বৃষ্টির কারণে মাথায় হাত ক্লাব কর্তা থেকে শুরু করে শিল্পীদের। আর মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন। তারপর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।

mandap artist panic for bristi | newsfront.co
নিজস্ব চিত্র

প্রাকৃতিক দুর্যোগের কারণে পূজা মন্ডপ গুলির কাজও থমকে রয়েছে প্রায়। বৃষ্টির কারণে কাজ এগুতে পারছেন না শিল্পীরা। এদিকে সোনাপুর পুজারী সংঘের উদ্যোগে পুজো প্রস্তুতি চলছে তবে বৃষ্টির জন্য পুজো মণ্ডপে কাজ করতে পারছে না পুজো ডেকরেটর্সরা ।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মন্ডপসজ্জায় ‘বৃষ্টি’ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে

এদিকে বড় বড় পুজো কমিটিগুলির বিশালাকার মণ্ডপের কাজ করতে গিয়ে বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়িয়েছে নির্মানকারীদের। বৃষ্টির কারণে কিছুতেই কাজ করা যাচ্ছে না। পঞ্চমীর মধ্যে মণ্ডপ তৈরি করা দুঃসাধ্য হয়ে উঠেছে। হাতে মাত্র আর কয়েকটি দিন।

অসময়ের বর্ষণের কারণে মণ্ডপের কাপড় লাগানো কাজ করা সম্ভব হচ্ছে না। ফলে আগামী কয়েকদিনের মধ্যে মণ্ডপ সম্পূর্ণ করা নিয়ে শিল্পীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here