নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
এক সময়ে বাংলার রাজধানী, আমের শহর হিসেবেই পরিচিত মালদহ এখন দক্ষিণ ভারত থেকে আসা আমের দখলে।
মালদার আম বাজারে আসতে মাসখানেক দেরি।স্বাদে গন্ধে মালদহের আমের সঙ্গে পাল্লা দিতে না পারলেও অফ সিজিনে দেদার বিক্রি হচ্ছে ভিন রাজ্যের আম।
আরও পড়ুনঃ ঝড়বৃষ্টির প্রভাবে আম ও লিচুর ক্ষতির আশঙ্কা
মালদহ জেলাবাসীর চাহিদা মেটাতে ইতিমধ্যেই মালদহের বাজার দখল করেছে দক্ষিণ ভারত থেকে আসা গোলাপখাস ও প্যাইকুম্যান প্রজাতির আম।গরমের মরশুমে চাহিদা থাকায় ভিন রাজ্যের আম বিক্রি হচ্ছে প্রতিটি বাজারে।দাম ৯০ থেকে ১০০ টাকা প্রতি কিলো। কিন্তু ক্রেতারা দামের দিকে নজর না দিয়ে তাদের প্রিয় ফলের দিকেই উৎসাহ দেখাচ্ছেন অনেক বেশি। অন্তত এমনটাই দাবি জেলার বিক্রেতাদের।
একসময় মালদহের আমের খ্যাতি ছিল জগৎজোড়া।কিন্তু ধীরে ধীরে অতিরিক্ত কীটনাশক,আমের পরিচর্যা না করা,অনিয়মিত আবহাওয়া কারণেই জেলার আমের খ্যাতি ক্রমশ নিম্নগামী।আর এই জায়গা দখল করতে মালদায় হাজির দক্ষিণের আম।যদিও জেলার আম বাজারে আসতে এখনো অনেক দেরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584