নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কয়াখাতা নবজ্যোতি ইউনাইটেড ক্লাবের ব্যবস্থাপনা এবং পরিচালনায় চতুর্থ বর্ষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার সকালে।

প্রতি বছর শ্যামা পূজা উপলক্ষে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় এখানে। এছাড়াও এই সংস্থার পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা-সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল এ দিন।

এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় একশো প্রতিযোগি অংশগ্রহণ করে। এর মধ্যে সবচেয়ে নিম্নতম বয়সের প্রতিযোগিদের তালিকায় একটি পাঁচ বছরের ছেলে ম্যারাথন দৌড়ে প্রথম স্থান লাভ করে।
আরও পড়ুনঃ শ্যামা পূজা উপলক্ষে দেপালে সাংস্কৃতিক যাত্রা অনুষ্ঠানের আয়োজন
এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা কে কেন্দ্র করে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এ দিন।
কয়াখাতা নবজ্যোতি ইউনাইটেড ক্লাবের সদস্য প্রণয় পাল বলেন, “আমরা প্রতিবছরই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করছি। এলাকার জনগণ আমাদেরকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করার জন্য যথেষ্ট সহযোগিতা করে থাকেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584