শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গতকাল সন্ধ্যা থেকে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির মহিষবাথানে শুরু হল মুখোশ মেলা। মেলা উদ্বোধন করেন গঙ্গারামপুর মহকুমা শাসক দেবাঞ্জন রায় ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুনন্দা বিশ্বাস।
শিল্পকলা মুখোশ শিল্পের সঙ্গে কুশমণ্ডির মহিষ বাথানের প্রায় কয়েক হাজার শিল্পীর জীবন জড়িয়ে। বর্তমানে সরকার এই শিল্পের উপর বিশেষ নজর দিয়েছে।
একটা সময় এই পেশার সঙ্গে যুক্ত বেশির ভাগ মানুষ পেট চালানোর জন্য ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে যেত। তবে এখন বিশ্বের বাজারে এই শিল্প বিশেষ খ্যাতি অর্জন করায় ফের নতুন প্রজন্ম এই শিল্পের দিকে মুখ ফিরিয়েছে।
মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, ২০১৩ সাল থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ও মুখোশ শিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁরা এই ধরনের মেলার সূচনা করছেন। তবে বর্তমান রাজ্য সরকার প্রাচীন এই শিল্পকলাকে পুনরুজ্জীবিত করতে শুরু থেকেই তৎপর হয়েছেন।
আরও পড়ুনঃ বোল্লাকালী মেলার আয়োজনে প্রশাসনিক আধিকারিকদের তদারকি
দক্ষিণ দিনাজপুরের এই শিল্পের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে এক গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্পীদের পরিচয় পত্র থেকে ভাতার ব্যবস্থা চালু করেছে সরকার।
শুধুমাত্র জেলা, রাজ্য বা দেশ নয়, কুশমণ্ডির মহিষবাথানের এই মুখোশ শিল্প আজ বিশ্বের দরবারে পৌঁছে গেছে। এর জন্য রাজ্য সরকার ও বাংলা নাটক ডট কম সর্বত্র ভাবে সাহায্য করেছে। মেলায় রয়েছে ২৫ টিরও বেশি। সেখানে শিল্পীদের হাতের তৈরি নানান মুখোশ বিক্রি হচ্ছে। এবার ষষ্ঠতম বর্ষে পড়েছে মুখোশ মেলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584