শিবশংকর চ্যাটার্জি,দক্ষিণ দিনাজপুরঃ
উচ্চ সম্প্রদায়ের মানুষের মধ্যে গণবিবাহের আয়োজন বিভিন্ন সামাজিক সংগঠন গুলি মাঝে মাঝেই করে থাকে।কিন্তু পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মধ্যে সে ভাবে গণবিবাহের প্রচলন দেখা যায় না বললেই চলে৷তাই অনেক সময় দরিদ্র আদিবাসী মানুষের আর্থিক সঙ্গতি না থাকায় তাদের ছেলে মেয়েদের বিবাহে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
এই কারনে বিভিন্ন দুঃস্থ আদিবাসী ছেলে মেয়ের চার হাত এক করতে এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ধারাইলি এলাকার ধারালি আদিবাসী জনতা সংঘ।আজ তাদের এই মহৎ উদ্যোগকে সফল করতে গণবিবাহ অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা,বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু সহ বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ সরহুল উৎসব উপলক্ষে গণবিবাহ,খুশির হাওয়া তোর্সা চা বাগানে
আজ ধারালি আদিবাসী জনতা সংঘের এই গন বিবাহের আসর দ্বিতীয় বর্ষে পদার্পন করলো। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে গত বছর তারা ৯ জোড়া আদিবাসী যুবক যুবতীর গন বিবাহের আয়োজন করেছিলেন, আজ তারা ১০ জোড়া আদিবাসী যুবক যুবতীর গণ বিবাহের আয়োজন করেন।
উদ্যোক্তাদের পক্ষে আজ শুধু বিবাহের আয়োজনই করা হয়নি তারা এই আদিবাসী যুবক যুবতীদের নতুন জীবন শুরু করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস হাতে তুলে দেবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।দরিদ্র আদিবাসী যুবক যুবতীদের নতুন জীবন শুরু করতে ধারালি আদিবাসী জনতা সংঘের এই গন বিবাহের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারন মানুষ।সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী বাচ্চু হাঁসদা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584