নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গত কয়েক মাস ধরে অভিনেতাদের সাথে আলোচনার পর, ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে ২০২১ সালেই ‘দ্য ম্যাট্রিক্স ফোর’ এর মুক্তি হবে। এবার তারকা কিনু রিভস্ নিজেই নিজের সাথে প্রতিযোগিতায় নামতে চলেছেন, কারণ, ঠিক একই সময়ে ‘জন উইক ফোর’ এর মুক্তির তারিখ সংরক্ষণ করে রেখেছে, লায়ন্সগেট।
এখনও অবধি ২০২১ সালের মে মাসে যে যে সিনেমাগুলি মুক্তি পাওয়ার কথা আছে, সেগুলি হল, ৭ মে মার্ভেলের ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’, ১৪ মে ইউনিভার্সাল- এর অ্যানিমেটেড ছবি ‘স্পিরিট রাইডিং ফ্রি’, এবং ২৮ মে এমা স্টোন অভিনীত ডিজনির ‘ক্রুয়েলা’।
প্রায় প্রত্যেকটি ছবির চিত্রগ্রহণ আগামী বছরের গোড়ার দিক থেকে শুরু হতে চলেছে। কিনু রিভস্ অন্যান্য ম্যাট্রিক্স চরিত্রগুলির মতো নিও হিসাবেই ফিরে আসছেন আবার।
আরও পড়ুনঃ অভিমানি দুটি সম্পর্ক বদলে যাওয়ার গল্প ‘রবিবার’-এ
আলেক্সান্ডার হেমন এবং ডেভিড মিচেল এর সাথে সহ-পরিচালক এবং সহ-লেখক হিসাবে এই ছবির কাজে যুক্ত হচ্ছেন মূল ম্যাট্রিক্স ট্রিলজির যুগ্ম পরিচলক এবং লেখক যুগল লানা ওয়াচস্কি এবং লিলি ওয়াচস্কি।
ম্যাট্রিক্স ছবির শুটিং এর জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে স্টুডিওটি, ২০২২ এর ১ জুলাই, ‘দ্য ফ্ল্যাশ’ এর মুক্তির দায়িত্বও নিয়েছে। এক্ষেত্রে, ২০১৬ সালের “ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস” এবং ২০১৭ সালের “জাস্টিস লীগ” থেকে উদ্ভুত চরিত্র ব্যারি অ্যালেন হিসাবে ইজরা মিলার প্রত্যাবর্তন, ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের সবথেকে সার্থক বিলম্বিত প্রযোজনার মধ্যে অন্যতম।
মূলত ২০১৪ সালে ওয়ার্নার ব্রাদার্স ডিসিইইউ- এর ভিত্তিস্থাপনের সময়, ২০১৮ সালে ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল। কিন্তু লেখক এবং পরিচালকদের স্থিতিশীলতা এবং অন্যান্য নানা কারণে ছবিটির কাজ শুরু হতে দেরি হয়।
আরও পড়ুনঃ শিল্পে দেশে এক নম্বরে থাকবে বাংলা দিঘায় জানালেন মুখ্যমন্ত্রী
‘দ্য ফ্ল্যাশ’- এর বোর্ডে এখন আইটি ডিরেক্টর অ্যান্ডি মাশিয়েটি রয়েছেন। আগামী বছর ক্রিস্টিনা হডসনের (বার্ডস অফ প্রি) স্ক্রিপ্ট থেকে এই ছবির চিত্রগ্রহণ শুরু হবে।
পাশাপাশি অন্যান্য মুক্তির প্রসঙ্গে ওয়ার্নার ব্রাদার্স জানায়, তারা তাদের ‘মর্টাল কমব্যাট রিবুট’ ছ’সপ্তাহ এগিয়ে ৫ মার্চ, ২০২১ থেকে ১৫ জানুয়ারি, ২০২১ করেছে।
স্টুডিওর তরফ থেকে ২১ আগষ্ট, ২০২০ সালে রাজনৈতিক কর্মী ফ্রেড হ্যাম্পটন সম্পর্কে এক বায়োপিকের মুক্তির কথাও জানানো হয়, তবে ছবির নামেখনও ভবা হয়নি। এছাড়াও ২০২০ সালের ৩ এপ্রিল, ৭ অগাষ্ট, এবং ২০২১ এর ১২ই ফেব্রুয়ারির জন্য তিনটি অনির্দিষ্ট ‘ইভেন্ট ফিল্ম’ -এর জন্য প্রস্তুত হওয়ার কথা জানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584