নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়।
বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ, মালদহ শহরের রথবাড়ি এলাকা থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান,মালদহ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মানব ব্যানার্জি,মালদহ জেলা প্রগতিশীল হকার্স ইউনিয়নের শ্রমিক নেতা ক্ষুদিরাম মিস্ত্রি সহ অন্যান্য নেতাকর্মীরা।
আরও পড়ুনঃ জেলা জুড়ে বাম ডান ও নকশালীদের মহান মে দিবস পালন
মালদহ জেলা অটো ওয়ার্কার্স ইউনিয়নের অফিসের সামনে প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে সেখান থেকে শ্রমিক ইউনিয়নের ঝাণ্ডা হাতে মহিলা ও পুরুষ শ্রমিকরা নিজেদের কাজ বন্ধ রেখে মিছিলে অংশ নেন। শ্রমিক সংগঠনের শাখা সংগঠন মালদা জেলা প্রগতিশীল হকার্স ইউনিয়ন, মালদা জেলা ওয়ার্কার্স ইউনিয়ন, ইটভাটা শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির শ্রমিকরা এই মিছিলে অংশ নেন।সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের থানা মোড় এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584