নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

গোটা রাজ্যের সাথে কোচবিহারেও স্বাভাবিক হলো চিকিৎসা পরিষেবা।চিকিৎসকদের টানা আন্দোলনে ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা।গত ১০ জুন কোলকাতার এন আর এস মেডিক্যাল কলেজে চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ তুলে আন্দোলনে নামেন চিকিৎসকরা।

এর ফলে রাজ্য জুড়ে ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা।রাজ্য সরকারের সাথে চরম পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়ার ডাক্তারদের আলোচনায় বেরিয়ে আসে সমাধান সূত্র।সোমবার রাতেই চিকিৎসকরা তাদের আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করে।এর ফলে মঙ্গলবার থেকে রাজ্যের সর্বত্র স্বাভাবিক হয় চিকিৎসা পরিষেবা।
আরও পড়ুনঃ বর্হিবিভাগ বনধ,বন্ধ হয়নি রোগীর চিকিৎসা

কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও চিকিৎসা পরিষেবা সচল হয়। পাশাপাশি, তুফানগঞ্জ, মাথাভাঙা, মেখলিগঞ্জ, দিনহাটা মহকুমা হাসপাতালগুলিতেও পরিষেবা স্বাভাবিক হয়। চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় ব্লক ও গ্রামীণ হাসপাতালগুলিতেও চলে পরিষেবা প্রদান। হাসপাতালগুলিতে স্বাভাবিক পরিষেবা শুরু হওয়ায় খুশি রোগীর পরিবার পরিজন সহ সকলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584