শ্যামল রায়,কালনাঃ
শুক্রবার কালনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের শিশুদের নানাবিধ সমস্যা ও অভিযোগ খতিয়ে দেখার জন্য শিশু সুরক্ষা কমিটি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হলো বিডিও অফিসে।এই সভাতে উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক পদাধিকারী ব্যাক্তিবর্গ।
ব্লকের বিডিও মিলনদেব ঘড়িয়া জানিয়েছেন যে, শিশুদের আইনের সঙ্গত পূর্ণ শিশু ও যত্ন ও সুরক্ষার নানা বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত আধিকারিকরা।
আরও পড়ুনঃ কামাখ্যাগুড়িতে পার্থোনিয়াম গাছ সাফাই অভিযান ও পিএসইউ এর আলোচনা সভা
শিশুদের কোন সমস্যা ও অভিযোগ থাকলে খতিয়ে দেখবে কমিটি পাশাপাশি গ্রামের স্তরে শিশুদের গঠনে উৎসাহিত করা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে খতিয়ে দেখা এবং নির্ধারণ সমীক্ষা মাঝেমধ্যেই করার পর তদন্ত রিপোর্ট দেওয়া এই সমস্ত কাজের মধ্যে দিয়ে শিশুদের সুরক্ষার বিষয়ে সমাধান করা।এদিন শিশু সুরক্ষা কমিটি সংক্রান্ত আলোচনা সভায় একটি কমিটি তৈরি করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584