বিজেপির সংখ্যালঘু মোর্চার ডাকে জনসভা পূর্বস্থলীতে

0
66

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার ডাকে জনসভা অনুষ্ঠিত হলো। পূর্বস্থলী এক নম্বর ব্লকের চক বামনগড়িয়া মাঠে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন,বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ,রাজ্য সম্পাদক রাজীব ভৌমিক,স্থানীয় সভাপতি বিধান চন্দ্র ঘোষ।

নিজস্ব চিত্র

এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আলী হোসেন ও কৃষ্ণ ঘোষ জানিয়ে দেন যে লোকসভা ভোটে ভোটাররা যেমন আমাদের পাশে ছিলেন আগামী বিধানসভা ভোটে আমাদের পাশে থাকবেন এবং দূর্নীতিগ্রস্থ তৃণমূল সরকারের পতন ঘটবে।

সভামঞ্চ । নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সিতাইয়ের বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ

নেতারা বক্তব্য রাখতে গিয়ে আরও জানিয়ে দেন যে তৃণমূলের মিথ্যা অপপ্রচারের ফলে সংখ্যালঘুরা দলে দলে আমাদের দলে আসছেন এবং সম্মানের সাথে বিজেপির উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটারদের কাছে।

তবে বিজেপি নেতারা ক্ষোভ প্রকাশ করে জানান যে, তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডবে তাদের বহুকর্মী ঘরছাড়া এবং সন্ত্রাসের শিকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here