নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শেকড়-সন্ধানী অনুসন্ধিৎসু মননের চর্যা ও চর্চাকে আক্ষরিক রূপ দিতে প্রতিমাসের ন্যায় এই মাসেও অনুষ্ঠিত হল,”মাসিক দণ্ডভুক্তি বৈঠক “-এর ছকভাঙ্গা আড্ডা।প্রকাশিত হল দ্বিমাসিক-কাগজ “দণ্ডভুক্তি বৈঠক”।
গত ৩০.০৪.২০১৯,মঙ্গলবার দাঁতন ভাগবতচরন হাইস্কুলে আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতি চর্চার এই অনন্য আয়োজনে উপস্থিত হয়েছিলেন দাঁতন সহ বেলদা,সোনাকানিয়া এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত প্রায় ৩০ জন উৎসাহী তরুণ ও বিশিষ্ট প্রাজ্ঞজনেরা।
আরও পড়ুনঃ ফণী মোকাবিলায় কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠক
আলোচনার বিষয় ছিল ‘শরশঙ্কায় শরনার্থীরা’। ১৯৫০ এর দশকে বাংলার প্রান্তের ন্যায় দক্ষিন মেদিনীপুর অঞ্চলের কলাবনী ও শরশঙ্কা ক্যাম্পেও দলে দলে পূর্ব-বাংলার শরনার্থীরা উপস্থিত হয় কিন্তু তাদের অভিজ্ঞতা ছিল দুঃসহ ।
শরশঙ্কা ক্যাম্পে তারা ১৯৬১ সালে রাস্তা অবরোধ করে আমরণ অনশনে বসেন। গ্রেফতার হন বহু মানুষ কিন্তু ধীরে ধীরে কীভাবে সম্পৃক্ত হয়ে গেলেন ঐতিহাসিক দীঘির প্রান্তদেশে -সেই অজানা কাহিনী এই প্রথম ছাপা অক্ষরে প্রকাশিত হল ” দণ্ডভুক্তি-বৈঠক”- এর প্রচ্ছদকাহিনী হিসেবে সম্পাদক সন্তু জানা-র কৌতুহলী কলমে।শরনার্থীদের অসাধারন স্কেচ এঁকে বিষয়টির মাহাত্ম্য বহুগুন বৃদ্ধি করেছেন চিত্রশিল্পী বরুন সাহু ।
কাগজে প্রকাশিত “শরশঙ্কায় শরনার্থী ” বিষয়ে মনোজ্ঞ আলোচনাসভায় বক্তব্য রাখেন অতনুনন্দন মাইতি এবং মণ্মথ গোরায়।সূর্য নন্দীর আলোচনায় উঠে আসে স্বাধীনতা আন্দোলনে দাঁতন এলাকার মানুষজনের অবদানের কথা ।
স্মৃতির ক্রোড়পত্রের প্রতিটি পাতাই যেন ইতিহাসে মোড়া আতর,যার ছত্রে ছত্রে লেগে থাকে শেকড়ের উদ্যম । “দণ্ডভুক্তি-বৈঠক” কাগজে প্রকাশিত দীপা ব্রহ্মের কলমে কীভাবে দাঁতনের পানিতুনীয়া গ্রামের শ্রীহরি বেরা ভারত-গান গেয়ে বেড়ান -পড়তে পেরে বিস্মিত হন উপস্থিত কিশোর-কিশোরীর দল । এছাড়াও কাগজটিতে প্রকাশিত হয়েছে দু মাসের দক্ষিন-পশ্চিম সীমানা এলাকার কলা-কৃষ্টির খবর কবি পরেশ বেরার সুবর্ণরৈখিক মিশ্র ভাষার কবিতা ও সুদীপ কুমার খাঁড়া চর্চিত ‘আভড়াপুনেই’ লোক-উৎসবের কাহিনী ।
প্রায় দুই ঘন্টারও অধিক সময় ধরে চলা এই আড্ডায় ইতিহাস ও লোকসংস্কৃতির কথায়-কবিতায়-গানে-গল্পে সমৃদ্ধ করেন শৈলেশ পট্টনায়েক,অখিল বন্ধু মহাপাত্র,বিশ্বজিৎ ঘোষ, তরুণ সিংহ মহাপাত্র,অবন্তী জানা,অরবিন্দ দাস শান্তিদেব ঘোষ,অতনু প্রধান,শিবশংকর সেনাপতি,মোনালিসা পাহাড়ী,পার্থ প্রতীম মিশ্র , রনদ্বীপ গিরি,রূপময় চ্যাটার্জি,ঝন্টু দাস, সায়নন্তিকা পাণ্ডা ও সহ-সম্পাদক পবিত্র পাত্র প্রমুখ ।
বহু পুরোনো খবরের কাগজ এবং নানান পত্রিকা সংরক্ষণ করে রাখেন অবন্তী জানা।প্রায় ৩০ বছর আগের পুরনো পত্র-পত্রিকা প্রদর্শন করেন তিনি।সবমিলিয়ে দাঁতনের বুকে এমন বৈচিত্র্যময় মাসিক আড্ডার সাফল্য কামনা করেন সকলেই। সকলকে শুভেচ্ছা নিবেদন করেন সম্পাদক সন্তু জানা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584