দাঁতনে মাসিক দণ্ডভুক্তি বৈঠক

0
74

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the meeting of Dandibhipiti
নিজস্ব চিত্র

শেকড়-সন্ধানী অনুসন্ধিৎসু মননের চর্যা ও চর্চাকে আক্ষরিক রূপ দিতে প্রতিমাসের ন্যায় এই মাসেও অনুষ্ঠিত হল,”মাসিক দণ্ডভুক্তি বৈঠক “-এর ছকভাঙ্গা আড্ডা।প্রকাশিত হল দ্বিমাসিক-কাগজ “দণ্ডভুক্তি বৈঠক”।

the meeting of Dandibhipiti
সাহিত্য আলোচনা। নিজস্ব চিত্র
the meeting of Dandibhipiti
নিজস্ব চিত্র

গত ৩০.০৪.২০১৯,মঙ্গলবার দাঁতন ভাগবতচরন হাইস্কুলে আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতি চর্চার এই অনন্য আয়োজনে উপস্থিত হয়েছিলেন দাঁতন সহ বেলদা,সোনাকানিয়া এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত প্রায় ৩০ জন উৎসাহী তরুণ ও বিশিষ্ট প্রাজ্ঞজনেরা।

আরও পড়ুনঃ ফণী মোকাবিলায় কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠক

the meeting of Dandibhipiti
পত্রিকা প্রকাশ । নিজস্ব চিত্র
the meeting of Dandibhipiti
নিজস্ব চিত্র

আলোচনার বিষয় ছিল ‘শরশঙ্কায় শরনার্থীরা’। ১৯৫০ এর দশকে বাংলার প্রান্তের ন্যায় দক্ষিন মেদিনীপুর অঞ্চলের কলাবনী ও শরশঙ্কা ক্যাম্পেও দলে দলে পূর্ব-বাংলার শরনার্থীরা উপস্থিত হয় কিন্তু তাদের অভিজ্ঞতা ছিল দুঃসহ ।

শরশঙ্কা ক্যাম্পে তারা ১৯৬১ সালে রাস্তা অবরোধ করে আমরণ অনশনে বসেন। গ্রেফতার হন বহু মানুষ কিন্তু ধীরে ধীরে কীভাবে সম্পৃক্ত হয়ে গেলেন ঐতিহাসিক দীঘির প্রান্তদেশে -সেই অজানা কাহিনী এই প্রথম ছাপা অক্ষরে প্রকাশিত হল ” দণ্ডভুক্তি-বৈঠক”- এর প্রচ্ছদকাহিনী হিসেবে সম্পাদক সন্তু জানা-র কৌতুহলী কলমে।শরনার্থীদের অসাধারন স্কেচ এঁকে বিষয়টির মাহাত্ম্য বহুগুন বৃদ্ধি করেছেন চিত্রশিল্পী বরুন সাহু ।

কাগজে প্রকাশিত “শরশঙ্কায় শরনার্থী ” বিষয়ে মনোজ্ঞ আলোচনাসভায় বক্তব্য রাখেন অতনুনন্দন মাইতি এবং মণ্মথ গোরায়।সূর্য নন্দীর আলোচনায় উঠে আসে স্বাধীনতা আন্দোলনে দাঁতন এলাকার মানুষজনের অবদানের কথা ।

স্মৃতির ক্রোড়পত্রের প্রতিটি পাতাই যেন ইতিহাসে মোড়া আতর,যার ছত্রে ছত্রে লেগে থাকে শেকড়ের উদ্যম । “দণ্ডভুক্তি-বৈঠক” কাগজে প্রকাশিত দীপা ব্রহ্মের কলমে কীভাবে দাঁতনের পানিতুনীয়া গ্রামের শ্রীহরি বেরা ভারত-গান গেয়ে বেড়ান -পড়তে পেরে বিস্মিত হন উপস্থিত কিশোর-কিশোরীর দল । এছাড়াও কাগজটিতে প্রকাশিত হয়েছে দু মাসের দক্ষিন-পশ্চিম সীমানা এলাকার কলা-কৃষ্টির খবর কবি পরেশ বেরার সুবর্ণরৈখিক মিশ্র ভাষার কবিতা ও সুদীপ কুমার খাঁড়া চর্চিত ‘আভড়াপুনেই’ লোক-উৎসবের কাহিনী ।

প্রায় দুই ঘন্টারও অধিক সময় ধরে চলা এই আড্ডায় ইতিহাস ও লোকসংস্কৃতির কথায়-কবিতায়-গানে-গল্পে সমৃদ্ধ করেন শৈলেশ পট্টনায়েক,অখিল বন্ধু মহাপাত্র,বিশ্বজিৎ ঘোষ, তরুণ সিংহ মহাপাত্র,অবন্তী জানা,অরবিন্দ দাস শান্তিদেব ঘোষ,অতনু প্রধান,শিবশংকর সেনাপতি,মোনালিসা পাহাড়ী,পার্থ প্রতীম মিশ্র , রনদ্বীপ গিরি,রূপময় চ্যাটার্জি,ঝন্টু দাস, সায়নন্তিকা পাণ্ডা ও সহ-সম্পাদক পবিত্র পাত্র প্রমুখ ।
বহু পুরোনো খবরের কাগজ এবং নানান পত্রিকা সংরক্ষণ করে রাখেন অবন্তী জানা।প্রায় ৩০ বছর আগের পুরনো পত্র-পত্রিকা প্রদর্শন করেন তিনি।সবমিলিয়ে দাঁতনের বুকে এমন বৈচিত্র্যময় মাসিক আড্ডার সাফল্য কামনা করেন সকলেই। সকলকে শুভেচ্ছা নিবেদন করেন সম্পাদক সন্তু জানা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here