‘দাঁতনে নক্ষত্রের আগমন’ বিষয় নিয়ে দণ্ডভুক্তির আলোচনা সভা

0
293

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

হোক না হাজার বছর আগে সুবর্ণরেখার তীরে এই অঞ্চলেই বৌদ্ধবিহারের ভিক্ষুরা যোগাযোগ রেখে চলতেন নালন্দার সঙ্গে।হোক না বুদ্ধদেবের একটি দাঁতকে কেন্দ্র করে তিলে তিলে গড়ে উঠল লোকশ্রুতির ‘দন্তপুর’।

meeting of dante bhukhi | newsfront.co
নিজস্ব চিত্র

এই কয়েক’শ বছর আগেও গৌড় রাজ শশাঙ্ক,’দণ্ডভুক্তি’-র সামন্তরাজ ধর্মপাল,চোলরাজ রাজেন্দ্র চোল প্রমুখ রাজা-রাজড়ার আগমনের সময়কালে এই এলাকা একটি সমৃদ্ধ নগর-বন্দর।হোক না মোঘল-পাঠানের দীর্ঘ বিধ্বংসী যুদ্ধে ধূলি-ধূসরিত হয়েছে এই সীমানা প্রান্তর।

এত সমৃদ্ধ ইতিহাসের ভার বুকে নিয়েও আজকে এই এলাকা বাংলা-ওড়িশা সীমানাবর্তী একটি সামান্য ক্ষুদ্র মফঃস্বল-শহর দাঁতন।ছোট ছোট স্বপ্ন নিয়ে বেঁচে চলা ছোট শহর দাঁতনের অসংখ্য তরুণ-তরুনী, স্কুল পড়ুয়া যদি প্রবীণ মানুষের মুখে শোনে এই গর্বের ইতিহাস তবে তারা শিহরিত হয় , এলাকার প্রাচীনত্ব তাদের নতুন করে শক্তি যোগায় ।

meeting of dante bhukhi | newsfront.co
দণ্ডভুক্তির বৈঠক।নিজস্ব চিত্র

সম্প্রতি ‘দণ্ডভুক্তি’-পত্রিকার উদ্যোগে ৫ম মাসিক দণ্ডভুক্তি- বৈঠক উপলক্ষ্যে প্রায় চার ঘন্টা ধরে চলা ‘দাঁতনে নক্ষত্রের আগমন’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় উঠে এলো বহু অজানা তথ্য। আলোচনা করেন অতনুনন্দন মাইতি,সন্তু জানা, শান্তিদেব ঘোষ,সূর্য নন্দী,শৈলেশ পট্ট্যনায়ক , অরবিন্দ দাস,অবন্তি জানা,শিবশংকর সেনাপতি প্রমুখ ।

আরও পড়ুনঃ ভারতীয় নারীর একাল-সেকাল বিষয়ে আলোচনা সভা

meeting of dante bhukhi | newsfront.co
নিজস্ব চিত্র

দাঁতনের পথেই একদা গুরু নানক,সন্ত কবীর,শ্রী চৈতন্যদেব পদধূলি রেখেছেন।সেই পথ ধরেই দাঁতন ছুঁয়েছেন শহীদ ক্ষুদিরাম ,বিপ্লবের বানী ছড়িয়েছেন বীরেন্দ্রনাথ শাসমল,ভূ-দান করার অনুরোধ জানিয়েছেন আচার্য্য বিনোবা ভাবে ।

১৯৬১ সালে পোড়ামাটির রবীন্দ্র মূর্তি উন্মোচন করতে এসে গরুর গাড়িতে চেপে শহর পরিক্রমা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর সৌমেন্দ্রনাথ ঠাকুর।দাঁতনের মাটিতে ছাপ রেখে গেছেন সাহিত্যিক প্রমথনাথ বিশী ,রাজনীতিবিদ শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়,কবি সুভাষ মুখোপাধ্যায়,সাংবাদিক গৌরকিশোর ঘোষ ,মতি নন্দী, নবারুন ভট্টাচার্য , রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় প্রমুখ শতাধিক কবি-শিল্পী-সাহিত্যিক-রাজনীতিবিদ।

এমনকি ১৯৮৮ সাল নাগাদ খড়গপুর থেকে বালেশ্বর যাবার ট্রেন, দাঁতনে বিকল হয়ে গেলে দাঁতন স্টেশনে নেমে দাঁতনের সড়কপথ ধরেই ওড়িশা যান ‘ভারতরত্ন’ এ পি জে আব্দুল কালাম।

এছাড়াও, ‘দণ্ডভুক্তি’, পত্রিকার সম্পাদক সন্তু জানা কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি অগ্রন্থিত কবিতা পাঠ করেন যেখানে ‘দাঁতন’ এর উল্লেখ রয়েছে । ভাটিয়ালি গানে-গিটারে-তবলায়-কবিতায় মাতিয়ে তোলে তরুণ তুর্কি পবিত্র পাত্র , দেবার্ঘ্য ঘোষ, ক্যামেলিয়া নাদ ,ঝন্টু দাস ও রনি কর্মকার প্রমুখ ।

বৈঠক উপলক্ষ্যে একটি আন্ত-বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং রূপময় চ্যাটার্জী ,পবিত্র রনদীপ গিরি , সৌমেন পাত্র , রাহাত আহমেদ খান ,অনিমেষ বেরা , উজ্জ্বল ভূঁইয়া ও সঞ্জয় রানার মত তরুণদের পরিচালনায় ‘ কুইজ-টাইম’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here