তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর সিডি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ও উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের উদ্দ্যোগে পরিবেশ ও জল সংরক্ষনের উপর একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ফতেপুর সিডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অন্বেষা চৌধুরী।
অনুষ্ঠানে পরিবেশ ও জল সংরক্ষনকে গুরুত্ব দিতে উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের সভাপতি বিমল সেন উপস্থিত ছাত্র ছাত্রীদের নিজেদের দায়িত্বশীল হবার আহবান জানান।
আরও পড়ুনঃ পরিবেশ সচেতনতা অভিযান
ফতেপুর সিডি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন চন্দ্র দাস বলেন, “আমরা প্রতিক্ষেত্রে পরিবেশকে নির্মল রাখিনা,পরিবেশ ও জলকে আমরা গুরুত্ব দিয়ে সবাই মিলে কাজ করতে পারি তাহলে এই সঙ্কটের হাত থেকে আমরা মুক্ত হতে পারি।
কিন্তু আমরা নিজেদের স্বার্থের কথা ভেবে দেশের স্বার্থের কথা বেমালুম ভুলে যাই।আর যার ফলে দেশের সামনে বড়সড় বিপদ আসতে চলেছে।” উত্তর দিনাজপুর বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি তপন কুমার চক্রবর্তী বলেন, “আমরা পরিবেশ দূষণের জন্য সবাই দায়ী।
আমরা নিজেদের সুবিধার কারনে পরিবেশ দূষণ ও জল সংরক্ষনের অখ কাজ না করে তার বিপক্ষেই কাজ করে থাকি।আমরা একবারের জন্যেও ভাবিনা সামনের যে দিনগুলি আসছে তার ভয়াবহতা কতটা ক্ষতির কারণ হতে পারে।
তাই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এগিয়ে আসতে হবে ,বাড়ির পরিবারদের এর ভয়াবহতা বোঝাতে হবে। আমাদের ভারতবর্ষের অনেক রাজ্যে ইতিমধ্যেই জলের তীব্র সংকট দেখা দিয়েছে।তাই জলের ব্যবহার প্রয়োজন মত করতে হবে।”
এদিনের এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পরিবেশ ও নদী বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ব্রহ্ম,ভানু কিশোর শর্মা ও সভাপতি তপন চক্রবর্তী। বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ মজুমদার শ্রীমতি নদীকে নিয়ে তার পর্যালোচনা সবার সামনে তুলে ধরে শ্রীমতি নদী যেন আগামীতে তার নাব্যতা ফিরে পেতে পারে সে ব্যাপারে প্রশাসন ও সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে।
কারন শ্রীমতি নদীই হচ্ছে কালিয়াগঞ্জের লাইফ লাইন।আলোচনা চক্র শেষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা স্ব রচিত কবিতা ও শ্রীমতি নদী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকা,বিজ্ঞান মঞ্চের সদস্য ও কালিয়াগঞ্জ পরিবেশ ও নদী বাঁচাও কমিটির সদস্যদের নিয়ে পরিবেশের জন্য ও জলের মিতব্যায়িতার জন্য সবাই কিছুক্ষনের জন্য হাটেন ও শ্রীমতি নদীর তীরে বেশ কিছু বৃক্ষ রোপন করে উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিগন।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘক্ষণ ধরে সঞ্চালনা করেন ফতেপুর সিডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিতালী সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584