সংগঠনে হাল ফেরাতে ঝাড়গ্রামে টিএমসিপি-এর বৈঠক

0
56

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

the meeting of tmcp
নিজস্ব চিত্র

লোকসভায় বিজেপি ভালো ফল করতেই দাপিয়ে বেড়াচ্ছে অনুগামী ছাত্র সংগঠন এবিভিপি। যাঁদের পতাকা আগে দেখা যেত না কলেজ ক্যাম্পাসে,তাঁদের পতাকায় এখন উড়ছে কলেজ গেটে।কিছুদিন আগে শিলদা কলেজে এবিভিপি তাদের সংগঠন নতুন করে তৈরি করেছে।যা কিনা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে টিএমসিপি নেতাদের।

the meeting of tmcp
নিজস্ব চিত্র

এবার তাই নতুন করে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।বিগত কয়েক বছর কলেজ গুলিতে ছাত্র সংসদের নির্বাচন না হওয়ায় শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপির তেমন কোন কার্যকারিতা লক্ষ্য করা যায়নি। এবার তাই ঝাঁকুনি দিতেই নতুন করে সংগঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।এর পাশাপাশি নতুন প্রজন্মকেও দলে টানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ বৈঠকে হট্টগোল,অন্যত্র সভার অজুহাতে বেরিয়ে গেলেন জেলা সভাপতি

শনিবার ঝাড়গ্রাম শহরের এক গেস্ট হাউসে বৈঠকে বসে টিএমসিপির নেতারা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী বীরবাহা সরেন,জেলা টিএমসিপির সভাপতি সত্যরঞ্জন বারিক,কার্যকরী সভাপতি আর্য ঘোষ সহ ঝাড়গ্রাম শহর ও গ্রামীণের নেতা-সমর্থকরা।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী,ঝাড়গ্রাম শহর টিএমসিপির সভাপতি করা হয় রাজ কলেজের প্রাক্তন জিএস দেবনাথ দে,কার্যকরী সভাপতি রঞ্জন মাহাতো, ঝাড়গ্রাম গ্রামীণ সভাপতি করা হয় শেখ নজরুল ও কার্যকরী সভাপতি করা হয় কৌশিক মাহাতোকে।এদিন বৈঠকে দায়িত্ব বন্টনের সাথেই আগামী দিনে আরও কর্মসূচি গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here