প্রতীতির সাহিত্য আসরে জল সঙ্কট নিয়ে আলোচনা

0
140

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

জেলার কালিয়াগঞ্জ শহরের প্রতীতির সাহিত্য আসরের আলোচনা সভায় সাহিত্যের আলোচনার পরিবর্তে এবার গুরুত্ব পেল অন্য বিষয়।আগামী দিনে সারা ভারতে জল সংকটের ভয়াবহতা যে ভাবে দেখা দিতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হল।

 meeting of save water | newsfront.co
প্রতীতি-র সাহিত্য আলোচনা সভা।নিজস্ব চিত্র

জল সঙ্কট নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ভ্রাম্যমান প্রতীতি সাহিত্য ও কৃষ্টি সংস্থার যুগ্ম সম্পাদক অরুন কুমার দাস তার আলোচনায় বলেন, “আমাদের দেশে যে ভাবে গাছ কেটে কেটে শহরের পত্তন করা হচ্ছে তাতে এমন একদিন আসছে তখন শহরের বাড়ি ঘর যাদের জন্য তৈরী করা হয়েছে এবং হচ্ছে সেই মানুষগুলো জলের চরম সঙ্কটের বীভৎসতা চোখের স্যমনে দেখবে জস্র ভয়াবহতা নির্ণয় করা সম্ভব নয়।ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে জলের সঙ্কট দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ কোচবিহারে পানীয় জল সঙ্কটের প্রতিবাদে আন্দোলন

আসলে আমরা পরিবেশ নিয়ে বক্তব্য রাখি আলোচনা করি কিন্তু তার পরেই সব কেমন যেন এলোমেলো হয়ে সব কিছু ভুলে যাই।তাই ভুলে যাওয়াকে ভুলে গিয়ে আমাদের প্রত্যেকের প্রচুর পরিমানে গাছ লাগাতে হবে,জলের সঙ্কট দুর করতে গেলে গাছের সাহায্য নিতে হবে।সবুজ বনানী আমরাই তৈরী করতে পারি।আমাদের জল সঙ্কট বন্ধ করতে গেলে জল সংরক্ষণ করতে হবে।”

অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন সংস্থার সভাপতি তপন কুমার চক্রবর্তী,কাজল সর্যার(দাস)।স্বরচিত কবিতা পাঠ করে শোনান সংস্থার যুগ্ম সম্পাদক প্রদীপ রায়,বঙ্কিম কুমার বর্মন,অনিন্দিতা চক্রবর্তী( দাস)অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মহুয়া আইচ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here