রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
সীমান্ত তীরবর্তী এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করলো বর্ডার সিকিউরিটি ফোর্স।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত সম্বলিত ফ্লেক্স লাগানো হয়েছে মুর্শিদাবাদের সুতি-সামসেরগঞ্জ এলাকায়। সীমানা থেকে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত জারি থাকবে এই ১৪৪ ধারা। যা নিয়ে ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভয়ে অনেকেই দোকানপাট লাগিয়ে বাড়ি চলে যাচ্ছেন।
জলসা-জুলুস বা কীর্তন কোনও গোষ্ঠীই হঠাৎ বিএসএফ এর হাতে আক্রান্ত হবেন বলে দূর-দূরান্ত থেকে আসতে সাহস করছেন না।
এমতাবস্থায় জনগনের ভীতি দূরীকরণে নিমতিতা বিএসএফ ক্যাম্প এর হেড কমান্ডার এর সাথে বিশেষ বৈঠক করলেন সুতির বিধায়ক হুমায়ুন রেজা ও সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বিষয়টি নিয়ে জনমানসে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছেন বিএসএফ কর্মকর্তারা।
আরও পড়ুনঃ বেতন বাড়িয়েও খুশি করতে পারলেন না মমতা
উল্লেখ্য, সুতি সামসেরগঞ্জ এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই গরু পাচার-সহ নানান অসামাজিক বিষয় ও নিষিদ্ধ বস্তুর আনাগোনা চলে সীমান্তবর্তী এলাকায়।
দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে অবশেষে গরু পাচারের রমরমা ব্যবসা কাটিয়ে উঠলেও তা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।
তাই প্রশাসনিক নির্দেশিকার পরেই অপরাধীদের ঘায়েল করতে সীমান্তবর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কিন্তু ১৪৪ ধারা জারি সম্বলিত ফ্লেক্স ব্যাংডুবি, নিমতিতা, জগতাই-সহ বিভিন্ন এলাকায় টাঙানোর পরে রীতিমতো একটা ত্রাসের সৃষ্টি হয়। বিষয়টি নিয়েই মূলত বৈঠকে বসেন দুই বিধায়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584