শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
নির্বাচিত হলে দক্ষিণ দিনাজপুর জেলার রেল উন্নয়নকে গুরুত্ব দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।অবশেষে সাংসদ হিসেবে নির্বাচিত হতেই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে এবার রেলমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন তিনি।
জেলায় থমকে যাওয়া একাধিক প্রকল্পকে রুপায়ন করতে আবেদন করেন এই সাংসদ। সাংসদের উদ্যোগী মনোভাব জেলার রেল উন্নতিতে প্রভাব ফেলবে বলেই মনে করছেন সকলে।
জানাগেছে পার্লামেন্টে পা রেখেই জেলার বন্ধ হয়ে ও থমকে থাকা রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে সাক্ষাৎ করেন সাংসদ সুকান্ত মজুমদার।বন্ধ হয়ে থাকা বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের অগ্রগতি কত দূর তাও জানতে চান।
সম্পুর্ণ তথ্য দেওয়ার পাশাপাশি আগামী দু বছরের মধ্যে সব কাজ সম্পন্ন হবে বলে তাকে আশ্বস্ত করেন রেল মন্ত্রীও।রেল মন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন জমি অধিগ্রহণ না হওয়ার ফলেই বালুরঘাট হিলি রেল পথ সম্প্রসারণের কাজে সমস্যা আছে।
আরও পড়ুনঃ ত্রিপাক্ষিক বৈঠকে খুলল বন্ধ চা বাগান
রাজ্য সরকার ও জেলা প্রশাসনের ঢিলেমিতেই এখনো জমি অধিগ্রহণ সম্ভব হয়নি।জমি অধিগ্রহণ হলেই রেল তার কাজ শুরু করবে।অন্যান্য প্রকল্পগুলিও দ্রুত সমাপ্ত করবেন বলে সুকান্ত বাবুকে আশ্বস্ত করেন রেলমন্ত্রী।
প্রসঙ্গত, ২০০৪ সালে ডিসেম্বরে প্রথম দক্ষিণ দিনাজপুর জেলার মানচিত্রে রেল যোগাযোগ শুরু।এই দিনই একলাখি বালুরঘাট লাইনে প্রথম ট্রেন চলে।বিগত পনেরো বছরে ইউপিএ এবং এনডিএ সরকারের আমলে একলাখি বালুরঘাট সেকশনের জন্য কয়েকটি ট্রেন ও কিছু বরাদ্দ মিললেও বহু প্রকল্প বন্ধ এখনো।ঘোষণা করা বেশীর ভাগ প্রকল্পই আজ থমকে রয়েছে।নব সাংসদের পদক্ষেপে আশার আলো দেখছেন জেলাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584