সুদীপ পাল, বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভায় গরহাজির খণ্ডঘোষের দশটি পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান এবং সদস্যেরা। সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
জেলাশাসক একজনও পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান দেখতে না পেয়ে খণ্ডঘোষের বিডিও-এর কাছে জানতে চান অনুপস্থিতির কারণ। বিডিও কমলাকান্তি তলাপাত্র জানান, সবাইকে ঠিক সময়েই বৈঠকের কথা জানানো হয়েছিল। সভাধিপতি নিজের ব্লকে সেখানকার জনপ্রতিনিধিরাই কেন বৈঠকে এলেন না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে বিজেপির নতুন সভাপতি নন্দন ঠাকুর
‘পেটের গোলমালের জন্য’ বৈঠকে আসতে পারেনি বলে দাবি করেছেন বেশ কিছু পঞ্চায়েতের প্রধান উপ-প্রধান। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, খন্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন বাগও উপস্থিত ছিলেন না।
অপার্থিববাবু বলেন, তাঁর আত্মীয়ের মৃত্যুতে তিনি মাটি দিতে গিয়েছিলেন। তাই বৈঠকে যেতে পারেননি। বৈঠকে উপস্থিত না হওয়াকে কেন্দ্র করে অপপ্রচার শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন। যদিও বিরোধী শিবিরের বক্তব্য, অস্বস্তিকর প্রশ্নের জবাব দিতে পারবেন না বলে কর্মকর্তারা সভায় অনুপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584