সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
তৃনমূলের গোষ্ঠী কোন্দলে ঘর ছাড়া একই পরিবারের ১৬ জন সদস্য। অষ্টম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর প্রায় দেড় বছর ধরে ঘরছাড়া সরদার পরিবারের সদস্যরা।
ঘর ভাঙচুর লুটপাট মারধরের অভিযোগ মাদার তৃনমূলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে আজও পর্যন্ত হুমকি আক্রান্ত যুব তৃনমূল সর্মথকদের।আক্রান্ত পরিবারের সদস্যরা এখানে সেখানে ছড়িয়ে ছটিয়ে নিজের মতো নিরাপদ আশ্রয়ে রয়েছে।
জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের ঘটনা। ঘটনার কথা স্থানীয় থানা থেকে নবান্ন এমনকি মুখ্যমন্ত্রীকে জানিয়ে সুরাহ মেলেনি। আজও ঘরে ফেরার অপেক্ষায় তারা।
ঘটনার সুত্রপাত ২০০৮ সালে। সরদার পরিবারের সদস্যা সাহানারা বেগম পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলের হয়ে জিতে গ্রামসভার সদস্যা হন। ওই বুথে তৃনমূলের প্রার্থী হওয়ার কথা ছিল তৃনমূল নেতা মুজিবরের।
২০১৩ সালের নির্বাচনে ফের সাহানার প্রার্থী হওয়ার চেষ্টা করলে তার বিরোধিতা করে মুজিবর ও তার গোষ্ঠীর লোকজন। সে সময় সাহানারা তার পরিবার যুব তৃনমূলকে সর্মথন করে।
অন্যদিকে মাদার তৃনমূল সর্মথন করে মুজিবর। ক্যানিং ১ নং ব্লকে মুজিবর পঞ্চায়েত সমিতির সভাপতি শৈবাল লাহিড়ি ও এলাকার বিধায়ক শ্যামল মন্ডলের অনুগামী।
আরও পড়ুনঃ গ্রামে ফিরল ঘরছাড়া বিজেপি কর্মীরা
অন্যদিকে সরদার পরিবার জেলার যুব তৃনমূল সভাপতি সৌকত মোল্লার অনুগামী। ফলে পঞ্চায়েত নির্বাচনে যুব তৃনমূলে থাকলে নির্বাচনে জেতার পর শুরু হয় অত্যাচার মারধর হুমকি।
তৃনমূল মাদার দলের সদস্য শৈবাল লাহিড়ির অনুগামী গ্রামসভার বর্তমান সদস্য মুজিবরের নেতৃত্বে সরদার পরিবারের জিয়াউর রহমান সরদার, রহেনউদ্দিন সরদার ও জহরুল হক সরদারকে মারধর করে। ভাঙা হয় বাড়ি। ঘটনার পর ঘর ছাড়া সরদার পরিবারের সস্যরা। রহেন সরদার। পেশায় দর্জির মিস্ত্রি। প্রাক্তন সদস্যর সাহানুর সরদারের দেওয়র।
ঘটনার পর উস্থি থানার দেউলা গ্রামে একচিলতে টালির ঘরে রয়েছে ঘরছাড়া সরদার পরিবার। নুন আনতে পান্তা ফুরানো অবস্থা। ভয়ে দুই সন্তান স্ত্রীকে নিয়ে একচিলতে ঘরে বাস করেন। আজও ফোনে আসে হুমকি। তৃনমূল দল করে তৃনমূল সর্মথকদের কাছে হুমকিতে দিশেহারা এই সরদার পরিবার। নাবালক দুই সন্তানের পড়াশোনা উঠেছে শিকেয়।
বিষয়টি নিয়ে তৃনমূল দলের কাছে জানায়। জানানো হয় জীবনতলা থানা থেকে মুখ্যমন্ত্রীর কাছে। এমনকি দিদিকে বলো ফোন নম্বরেও অভিযোগ করান হয়। কিন্তু, কিন্তু সুরাহ আজও মেলেনি সরদার পরিবারের। তাই আতঙ্কে রয়েছেন সরদার পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584