নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে গ্রেপ্তার করার প্রতিবাদে সোমবার থেকে সমগ্র ঘাটাল জুড়ে সাংগঠনিক আন্দোলনে নামতে চলেছে বিজেপি।
রবিবার মেদিনীপুর কোতওয়ালী থানায় ধৃত তন্ময় ঘোষের সঙ্গে সাক্ষাৎ করার পর এমনটাই জানালেন জেলা বিজেপির মহিলা নেত্রী অন্তরা ভট্টাচার্য্য।
তাঁর অভিযোগ, পুলিশ নিয়ম বহির্ভূত ভাবে বিজেপি নেতা তন্ময় ঘোষকে গ্রেপ্তার করেছে। এমনকি তাঁকে গ্রেপ্তার করার পর কোথায় রাখা হয়েছে সেটাও স্পষ্ট ভাবে জানাতে নারাজ পুলিশ। এই অগণতান্ত্রিক কার্যকলাপের সীমা এখানেই থেমে থাকেনি।
পরবর্তী সময়ে জানা যায় ঐ বিজেপি নেতাকে কেশপুর থানার আমড়াকুচি থেকে গ্রেপ্তার করে কোতওয়ালী থানায় এনে রাখা হয়েছে। কার্যত পুলিশের বিরুদ্ধে সোমবার থেকেই বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।
আরও পড়ুনঃ ছেলেকে মারতে এসে বাবা কে গুলি করে চম্পট দুষ্কৃতী
এই ঘটনার পাশাপাশি আবার উত্তপ্ত হয়েছে কেশপুর। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের কর্মী সঞ্জয় সন্ন্যাসী(৩৫) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে কেশপুর ১২ নং অঞ্চলের কলকলি গ্ৰামে। তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানান, শনিবার সন্ধ্যায় তাদের ছেলেরা গ্ৰামে বসে গল্পগুজব করছিল।
সেইসময় সিপিএমের হার্মাদ বাহিনী ও বিজেপি একসঙ্গে এসে আচমকা গুলিবর্ষণ শুরু করে। তার জেরে তাদের এক কর্মী সমর্থকের পায়ে গুলি এসে লাগলে গ্ৰামবাসীরা এক জোট হয়ে বিজেপি ও হার্মাদদের পেছনে তাড়া করে। এরপর বিজেপি ও সিপিএম দুই দলের সদস্যরা সেখান থেকে পালিয়ে যায়।
নির্মাল্য বাবু আরও জানান, ‘আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। বিজেপি সন্ত্রাস বন্ধ না করলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিজেপি মোকাবেলা করব’।
অন্যদিকে এ দিন আহত তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584