নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
নিখোঁজ কলেজ ছাত্রীর দেহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে উদ্ধার করে নিয়ে গেল পরিবারের লোকেরা।মৃতের বাড়ি উত্তর চব্বিশপরগনা জেলার নৈহাটি এট ঘোষপাড়া।চলতি মাসের প্রথম সপ্তাহে নৈহাটি স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় সামান্য মানসিক ভারসাম্য হীন এই কলেজ ছাত্রী।মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা।
পরিবার ও মেডিকেল সুত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম ঊষা রজক(২৬)। বাবা সাধন রজক। বাড়ি উত্তর চব্বিশপরগনা জেলার নৈহাটি ঘোষপাড়া। মৃত ছাত্রী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত।সে সামন্য মানসিক ভারসাম্যহীন ছিল। গত ৮ ফেব্রুয়ারি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল মা।নৈহাটি স্টেশনে তার মা টিকিট কাটতে যায়।সেই সময় ভিড়ে নিখোঁজ হয়ে যায় ঊষা রজক।
আরও পড়ুনঃ মানসিক ভারসাম্যহীন মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
তারপর থেকেই নিখোঁজ ছিল।ঘটনার কয়েক দিন পর পরিবারের লোকেরা জানতে পারে তাদের মেয়ে মালদা চাইল্ড লাইনের কাছে রয়েছে।খোঁজ পেয়ে গত সোমবার পরিবারের লোকেরা মেয়েকে নিতে আসে।সেইদিন না নিয়ে গিয়ে দেখে চলে যায়। বৃহস্পতিবার পরিবারের লোকেরা তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে। কিন্তু মালদা চাইল্ড লাইন থেকে জানানো হয় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার।গত কয়েকদিন আগে হোমে আসুস্থ হয়ে পড়লে মালদা মেডিকেলে ভর্তি করা হয়।সেখানেই মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার তার দেহটি পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584