মোদী সরকারের প্রতিশ্রুতি মিথ্যা, কটাক্ষ বিশালের

0
84

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

বলিউড সুরকার এবং গায়ক বিশাল দাদলানি বরাবরই মোদি সরকারের সমালোচনা করে এসেছে। সাধারণ জনতা যেই প্রশ্নগুলি তুলতে পিছপা হন, বিশাল অবলীলাক্রমে সেগুলি ছুঁড়ে দিতে পারেন। চলতি বছরের শুরুতে একটি টুইট পোস্টে মোদি সরকারের, ধর্ষকদের ফাঁসিতে ঝোলানোর প্রতিশ্রুতিকে তিনি মিথ্যা বলে দাবি করেন।

কোলাজ চিত্র

সুরাটের একটি যুব সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, এক মাসের মধ্যেই ধর্ষকদের ফাঁসির সাজা দেওয়া হবে। বিশাল মোদির সেই কথার প্রসঙ্গ টেনে ওই টুইট পোস্টে বলেন, স্যার একজন ধর্ষকের নাম বলুন যে আজ অবধি ফাঁসির সাজা পেয়েছে। নির্ভয়ার ধর্ষক, আসিফার ধর্ষক, এমনকি উন্নাও এর ধর্ষক বিধায়ক সেঙ্গার– এখনও অবধি কেউ সাজা পায়নি, বরং বহাল তবিয়তে ঘুরে বেরাচ্ছে।

মোদিকে উদ্দেশ্য করে বিশাল বলেন, দয়া করে আমাদের মা ও মেয়েদের নিয়ে প্রোপাগান্ডা করবেন না। সম্প্রতি তিনি তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, ‘পেঁয়াজের মূল্যবৃদ্ধি’, ‘ধর্ষকদের ধরা পড়া’, ‘ধর্ষকদের এনকাউন্টার’—এসবই বুদ্ধি করে পরিকল্পিত যাতে জনতা ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল’ নিয়ে আমরা কথা না বলি। দয়া করে সবাই আসুন, এগুলোর বিরুদ্ধে প্রশ্ন করুন।

আরও পড়ুনঃ বিরোধিতা উপেক্ষা করে মাঝরাতেই লোকসভায় পাশ নাগরিকত্ব সংশোধনী বিল

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধন) বিলটি কেন্দ্রীয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা লোকসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে।

সিটিজেনশিপ বিলের মাধ্যমে, ভারতীয় নাগরিকত্ব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সী এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের প্রদান করা হবে, যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ৩১ ডিসেম্বর, ২০১৪ অবধি ভারতে এসেছিল এবং ধর্মীয় নিপীড়নের মুখোমুখি হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here