সুদীপ পাল,বর্ধমানঃ

রোগীর টাকা ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়লো এক ছিনতাইকারী।বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগের সামনে এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগকারীর নাম রণজিৎ মালাকার।তার বাড়ি বর্ধমানের গাংপুরের স্বস্তিপল্লী এলাকায়।
জানা যায়,সার্জারি বিভাগে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটতে রণজিৎবাবু আউটডোরে লাইনে দাঁড়ান। সেই সময়ে ওখানে ঘোরাফেরা করছিল বছর ৪০-৪৫ বছর বয়সি শরিফ সেখ নামে এক ব্যক্তি।
আরও পড়ুনঃ চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই,ধৃত ২
ওই ব্যক্তি হঠাৎতই রণজিৎবাবুর বুক পকেটে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।পিছু ধাওয়া করে রণজিৎবাবু ওই ছিনতাইকারিকে ধরে ফেলেন।
ঘটনার সবিস্তার উল্লেখ করে তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। অভিযুক্তকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ।এই ঘটনা ঘিরে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584