প্রয়াত অনুব্রত মন্ডলের মা,পালিশগ্রামে বাতিল নির্বাচনী জনসভা

0
940

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ

the mother of anubrata mondal is death
প্রয়াত পুষ্প রানী মন্ডল।নিজস্ব চিত্র

বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের মা মারা যাওয়ায় আজকে বোলপুর লোকসভা ভোটের প্রার্থী অসিত মাল-এর সমর্থনে তৃণমূল কংগ্রেসের সভা ছিল পালিশগ্রামে।সেই সভা বন্ধ হয়ে যায় এবং উনার আত্মার শান্তি কামনার জন্য প্রায় এক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এক মিনিট নীরবতা পালন করেন।উনার মায়ের আত্মার শান্তির কামনা করেন।

বোলপুর লোকসভা ভোটের প্রার্থী অসিত মাল তিনিও সভার কাছাকাছি এসে গেছিলেন।পুনরায় তিনি বোলপুর অভিমুখে রওনা দেন এবং দলীয় কর্মীদেরকে বার্তা দেন যে,এই সভা পরবর্তীতে হবে।অনুব্রত মন্ডলের মা পুষ্প রানী মন্ডল(৯৫)।

আরও পড়ুনঃ মনোহর পারিকর প্রয়াত

শিমুলিয়া ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আমিরুল ইসলাম জানান আমাদের দলীয় নেতৃত্ব খবর দেন যে আমাদের অনুব্রত মণ্ডলের মা মারা গেছেন তাই আমরা আজকে আর সভা না করে এক মিনিট নীরবতা পালন করি ওনার আত্মার শান্তি কামনা করি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here