বেহাল রাস্তা মেরামতের দাবীতে আন্দোলন

0
202

কাজীনুর জগত শেঠ, বেলডাঙ্গাঃএক লহমায় দেখে যে কেউ মনে করবে এটি একটি ডোবা কিন্তু আসলে এটি রাজ্যসড়ক। বেলডাঙ্গা আমতলা রাজ্য সড়কের এই বেহাল দশার বিরুদ্ধে আন্দোলনের পথে এলাকাবাসী। সোমবার সকাল দশটা থেকে অভিনব আন্দোলনের কর্মসূচী আহ্বান করে জাগরণ মঞ্চ।

বিক্ষোভ কর্মসূচী চলছে।চিত্র:আমিনুল হক

প্রতীকী ভাবে রাস্তায় মাছ ধরা, স্নান করা এবঃ ধানের বীজ বপন ও গণডেপুটশন কাগজে স্বাক্ষর সংগ্রহ করার সঙ্গে সঙ্গে হরেকনগর মোড় থেকে ফারাজীপাড়া পাড়া পর্য়ন্ত মিছিলে এলাকাবাসী থেকে পথচারী সকলেই অংশগ্রহণ করে।

এই সেই রাস্তা যেখানে টুক করে স্নান সেরে নেওয়া যাবে। চিত্র: আমিনুল হক

ছয়দফা দাবীতে প্রায় দেড় ঘন্টা ব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয় পরে বেলাডাঙ্গা থানার ওসি সমিত তালুকদার ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের দাবী উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি গোচরে এনে দাবীপূরণের আশ্বাস দিলে বিক্ষোভ অবস্থান তুলে নেওয়া হয়। তবে দাবী পূরণ না হলে আরো বড় আন্দোলনের দিকে যেতে তারা বাধ্য হবে বলে জানান।

কচি কাঁচাদের হুল্লোড় চলছে এটি আসলে রাজ্যসড়ক। চিত্র: আমিনুল হক
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here