বনগাঁ পুরসভায় আস্থা ভোট,বন্ধ বারাসাত কোর্ট চত্বর

0
41

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ

আজ বনগাঁ পুরসভায় আস্থা ভোট হচ্ছে ৷২২ আসনের পুরসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস৷১৩ জন কাউন্সিলর রয়েছেন তৃণমূলের৷তৃণমূলকে সমর্থন জানিয়েছেন এক কংগ্রেস কাউন্সিলরও৷

নিজস্ব চিত্র

আস্থা ভোটে নেই একজন সিপিআইএম কাউন্সির৷ তবে আস্থা ভোটে কোনোরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য তৎপর প্রশাসন। আর এই আস্থা ভোটের কারনেই বন্ধ বারাসাত কাছারি ময়দান সংলগ্ন বাজার।

এর জেরে সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা। তারা জানান এই বাজারটি আজ বন্ধ থাকার ফলে খুবই সমস্যা হচ্ছে। সকালে কাঁচা সবজি,মাছ, মাংস নিয়ে আসতে ছুটছে হচ্ছে স্টেশন সংলগ্ন বাজার।

তবে নাম না করে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “কোনোরকম ভাবে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় তার জন্য আজ সকালের ময়দান সংলগ্ন সবজি বাজার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজস্ব চিত্র

তিনি বলেন যেহেতু বাজারটি রাস্তার দুধারে সব্জিওয়ালারা বসেন,এবং বাজারটি আজ ওখানে থাকলে অনেক ব্যাক্তির সমাগম হবে। এতে যদি কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হবে। তার জেরে বন্ধ রাখার সিদ্ধান্ত।”

আজ বৃহস্পতিবার ৫ই সেপ্টেম্বর বারাসতের জেলাশাসকের দফতরে হবে আস্থাভোট৷ অশান্তির আশঙ্কা করছে প্রশাসন৷তাই পুলিশ ও র‌্যাফ মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়৷ তৈরি রয়েছে জল কামানও৷ তবে বনগাঁ জুড়ে লাগানো হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট৷

আরও পড়ুনঃ আদালতের রায়ে আস্থা ভোটের নির্দেশ বনগাঁ পুরসভায়

প্রসঙ্গত বনগাঁর পুরপ্রধানের বিরুদ্ধে নতুন করে অনাস্থা আনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ১৬ জুলাই মাসে বনগাঁয়ায় আস্থাভোট ঘিরে ব্যাপক অশান্তি হয়৷ তৃণমূল ও বিজেপি, দুই দলই বোর্ড গঠনের দাবি জানিয়েছিল।

হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ১২ দিনের মধ্যে বনগাঁ পুরসভায় নতুন করে অনাস্থা আনতে হবে। জেলাশাসকের পর্যবেক্ষণে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর হাইকোর্টের নির্দেশ মেনে আজ জেলাশাসকের দফতরে আস্থা ভোট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here