সুদীপ পাল, বর্ধমানঃ
গুসকরা শহরে পর্যাপ্ত আলোর দাবি দীর্ঘদিনের। বেশ কয়েক বছর আগে গুসকরা শহরের মধ্যে বিদ্যুতের খুঁটিগুলিতে কিছু পথবাতি লাগানো হয়েছিল। পরে সেগুলো সরিয়ে লাগানো হয় অধিক ক্ষমতা সম্পন্ন এলইডি লাইট। তাতে শহরে আলোর তীব্রতা কিছুটা হলেও বেড়েছে।
এবার শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুরসভা ৬৬ লাখ টাকা এই খাতে ব্যয় করবে বলে জানা গিয়েছে। গুসকরা নিউটাউন, স্কুলমোড়, বাসস্ট্যান্ড প্রভৃতি এলাকায় বসতে চলেছে এই হাইমাস্ট লাইট। বর্তমানে শুধুমাত্র একটি হাইমাস্ট লাইট রয়েছে রটন্তী কালীতলায়।
আরও পড়ুনঃ বিজয়া সম্মিলনী-পত্রিকা প্রকাশ অনুষ্ঠান শ্যামবাজারে
গত বছর পুরসভা নিজস্ব তহবিল থেকে এটি বসিয়েছিল। পুরো শহরকে আলোকিত করতে এবার উদ্যোগী পুরসভা। গ্রীনসিটি প্রকল্পে ৬৬ লক্ষ টাকা খরচ করে ১৪টি লাইট বসানো হবে। বাসিন্দারা বলছেন, হাইমাস্ট লাইট থাকলে চুরি-ছিনতাই প্রভৃতি অপরাধমূলক কাজকর্মের প্রবণতা কিছুটা হলেও কমবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584