মোহনা বিশ্বাস, কলকাতাঃ
শুক্রবার সন্ধ্যায় কলকাতার এক অভিজাত শপিং মলে অর্ঘ্যদীপ চ্যাটার্জী পরিচালিত ‘মুখোশ’-এর মিউজিক লঞ্চ হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অর্ঘ্যদীপ চ্যাটার্জী, জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, অভিনেতা প্রান্তিক ব্যানার্জী, নবাগতা অভিনেত্রী অমৃতা হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন ছবির সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ সহ অন্যান্য সঙ্গীত শিল্পীরা।
‘মুখোশ’-এ প্রধান চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জী সহ অন্যান্য তারকারা।
এদিন থ্রিলার ছবি ‘মুখোশ’-এর মিউজিক লঞ্চের অনুষ্ঠান ছিল জমজমাট। ছবিতে তিনটি গান রয়েছে। গান গেয়েছেন সোমলতা আচার্য, সৌরভ চট্টোপাধ্যায় এবং পরশিয়া সেন।
পরিচালক অর্ঘ্যদীপ-এর সাথে কাজ করে খুশি সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। তিনি বলেন, অর্ঘ্যদীপের সাথে আগেও তিনি কাজ করেছেন। পরিচালক নিজেও একজন মিউজিসিয়ান। মিউজিক ভালো বোঝে এমন একজন পরিচালকের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে নীলাঞ্জন-এর। তাই ‘মুখোশ’-এর গান তৈরী করতে অনেকটাই সুবিধা হয়েছে সঙ্গীত পরিচালকের।
অভিনেত্রী পায়েল সরকার ‘মুখোশ’-এ তার চরিত্র নিয়ে বিশেষ কিছু বলেননি। বিশিষ্ট অভিনেতা রজতাভ দত্ত ও শান্তিলাল মুখার্জী-র সাথে কাজ করে খুশি পায়েল। ছবিতে নতুন মুখ অমৃতা-র সাথেও কাজ করে ভালো লেগেছে বলে জানায় পায়েল।
অন্যদিক প্রথম ছবিতেই জনপ্রিয় হয়ে উঠেছেন ‘মুখোশ’-এর নতুন মুখ অমৃতা হালদার। ছবিটিতে আভিনয় করে আপ্লুত অমৃতা। ‘মুখোশ’-এর মধ্যে দিয়েই অভিনয় জগতে প্রথম পা রাখল অমৃতা হালদার। এরপর তার অভিনীত আরও চলচ্চিত্র দেখতে পাবেন দর্শকরা। শুধু টলউডই নয় বলিউডেও কাজ করতে চলেছেন অমৃতা।
অর্ঘ্যদীপ চ্যাটার্জী পরিচালিত ছবি ‘মুখোশ’-এর গল্পে দেখা যাবে, একদিন মাঝরাতে একটি মেয়ে থানায় যায় তার দিদির খোঁজ করতে। তার দিদিকে কেউ অপহরণ করেছে বলে অভিযোগ করে সে। সন্দেহজনক কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় যায় ঐ মেয়েটি। পুলিশকর্তা তদন্ত শুরু করে এবং এরপরই শুরু হয় ‘মুখোশ’-এর যাত্রা। শেষপর্যন্ত মেয়েটি তার দিদিকে খুঁজে পায় কিনা সেটা জানার জন্য ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকবে হবে আমাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584