নারী দিবসে সংবর্ধিত আদিবাসী বিদ্যালয় পড়ুয়া সংগীতশিল্পী

0
47

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

The Musician student on international women's day
নিজস্ব চিত্র

শুক্রবার কালিয়াগঞ্জ স্টেট ব্যাঙ্ক (এডিবি) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে আদিবাসী সংগীত শিল্পী লাং চিতি কিস্কুকে সংবর্ধনা জানানো হল।সংবর্ধনা দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার।সঙ্গীত শিল্পী লাং চিতি কিস্কুকে বিভিন্ন উপহার দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যও করা হয়।শিল্পী লাং চিতি বলেন এই বয়সে দশম শ্রেণীতে পড়াশুনা করবার সাথে সাথে সঙ্গীত জগতে আসার সমস্ত অনুপ্রেনার মূল উৎস তার বাবা দিলীপ কিস্কু।

The Musician student on international women's day
নিজস্ব চিত্র
The Musician student on international women's day
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আন্তর্জাতিক নারী দিবসে সমবায় ব্যাঙ্কের বিশেষ উদ্যোগ

তাই বাবাকে এই নারী দিবসে আমি সমস্ত কৃতিত্বের মূল কারিগর বলে অভিনন্দন জানাই।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেব সিংহ,সমাজসেবী হিরন্ময় সরকার,অমিয় দে,পবিত্র বিশ্বাস,বিপ্লব ভট্টাচার্য্য,অপূর্ব চন্দ্র।কালিয়াগঞ্জ স্টেট ব্যাঙ্ক এডিবি শাখার চিফ ম্যানেজার অপূর্ব মন্ডল বলেন আন্তর্জাতিক নারী দিবসে আমরা একজন কৃতী ছাত্রীকে সম্বর্ধনা দিতে পেরে গর্ব বোধ করছি।

The Musician student on international women's day
নিজস্ব চিত্র

অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার কেক কেটে সবাইকে দেন।অনুষ্ঠানে এডিবি শাখার ১৪টি স্বয়ংম্বর গোষ্ঠীর দলকে ৩৫হাজার টাকা করে ঋণ দেওয়া হয়।অপর দিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থকে পাঁচজন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় যারা প্রত্যেকেই মনমোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here