গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

0
68

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

The mysterious death of housewife
মৃত মমতা সিংহ।নিজস্ব চিত্র

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের কমলা বাগান এলাকায় এক গৃহবধূর মৃত্যু ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।মৃতার নাম মমতা সিংহ।জানা গিয়েছে যে হঠাৎ রবিবার রাতে পেট ব্যথা হবার পর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মমতা সিংহ মৃত্যু হয়।এরপর ওই গৃহবধূর বাড়িতে খবর দেওয়া হয়। এবং এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ওই গৃহবধূর বাড়ির লোকজন যান।এরপর যাবার পর হতভম্ব হয়ে যান।

গৃহবধূর বাপের বাড়ির লোকের সন্দেহ যে হঠাৎ করে পেটের ব্যাথায় মারা যেতে পারে না তাদের মেয়ে। তাদের সন্দেহ রাতে খাবারের সাথে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। এর ফলেই মৃত্যু হয়েছে। এরপর ওই গৃহবধূর বাপের বাড়ির তরফ থেকে ঘোষপুকুর থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: গৃহবধূর শ্বশুর বাড়ির আত্মীয়দের আক্রমনে মৃত কাকা

অপরদিকে ওই গৃহবধূর জামাইবাবুর জামাইবাবু সুবল সিংহ এর বক্তব্য যে ময়নাতদন্তের পরেই পরিষ্কার হবে কিভাবে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর।সঠিক তদন্তের দাবি করেন।সমগ্র ঘটনা খতিয়ে দেখছে ঘোষপুকুর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here