শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
আজ থেকে গোটা রাজ্য জুড়ে রোড সেফটি সপ্তাহ শুরু হল। সে উপলক্ষ্য আজ খোদ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল নাকা চেকিং-এ সামিল হন। আজকের এই নাকা চেকিং দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পাগলিগঞ্জ এলাকায় চলে।
এই নাকা চেকিং-এ জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রনব কুমার ঝা, জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা-সহ জেলা পুলিশের আধিকারিকরা বিভিন্ন যানবাহনে পরীক্ষা চালান।
আরও পড়ুনঃ পথ নিরাপত্তা সচেতনতা, লরি চালকদের চশমা প্রদান মালদহে
এদিন এই নাকা চেকিং-এ বিভিন্ন বাসের এসএলডি চেকিং করে দেখা হয়ে। এছাড়াও বিভিন্ন যানবাহনের নথি চেক করে দেখা হয়।
এছাড়া আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে রোড সেফটি সপ্তাহ উপলক্ষ্যে দুটি ট্যাবলোরও উদ্বোধন করা হয়। এই দুটি ট্যাবলো রোড সেফটি সপ্তাহ উপলক্ষ্যে সারা জেলা ব্যাপী পথ নিরাপত্তা সম্পর্কে জোরদার প্রচার চালাবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584