নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
জেলার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে দেশনায়কের ১২২তম জন্মদিন।প্রতিবছরের ন্যায় এবছরও সাড়ম্বরে পালিত হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালিত হচ্ছে বেলিয়াবাড়া ব্লকের হাতিপাতা গ্রামের হাতিপাতা নেতাজী স্মৃতি সংঘ ক্লাবে।দেশ নায়কের এই জন্মদিন উপলক্ষ্যে চাঁদের হাট বসেছে কুলিয়ানা অঞ্চলের হাতিপাতা গ্রামে।প্রধান অতিথি হিসেবে কেউ উপস্থিত না থাকলেও গ্রামের প্রত্যেকটি মানুষ ও কমিটির প্রত্যেকটি সদস্য উপস্থিত হন।
নেতাজীর ছবিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করে শুরু হয় প্রথম পর্বের অনুষ্ঠান।দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সূচনা হয় দুপুর বেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।ক্লাবের সভাপতি বিক্রমজিৎ বেরা জানান ১৯৯২ সাল থেকে এই রীতি চলে আসছে।প্রত্যেক বছর নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যেই আমরা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করে থাকি। প্রথম থেকেই আমাদের ক্লাবের নাম হাতিপাতা শিশু সংঘ থাকলেও নেতাজীকে স্মরণ করেই নেতাজী স্মৃতি সংঘ নাম রেখেছি। ক্লাবের সম্পাদক সুকান্ত বেরার কথায়, নেতাজীর জন্মজয়ন্তী উদযাপন ছাড়াও প্রত্যেক বছর নানান ধরনের অনুষ্ঠান করে থাকি এবং বিভিন্ন সমাজ কল্যান মূলক কাজ করে থাকি। আগামী দিনেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।
আরও পড়ুন: স্বর-আবৃত্তি,মেদিনীপুরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “উৎসারিত আলো”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584