বকখালি বাসস্ট্যান্ড থেকে দশটি দূরপাল্লার বাসের উদ্বোধন

0
196

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

bus opening | newsfront.co
নিজস্ব চিত্র

দূরপাল্লা বাস পরিষেবা চালু হল বকখালিতে। বকখালি থেকে কলকাতা সরাসরি বাস পরিষেবা পাওয়ায় পর্যটন শিল্পের প্রসার ঘটবে।আনুষ্ঠানিক ভাবে ১০ টি বাস চালু হলো এবার।বাসগুলি বকখালি সেন্ট্রাল বাস সিন্ডিকেট এর নিয়ন্ত্রণাধীন থাকবে।

bus opening | newsfront.co
নিজস্ব চিত্র

এই দূরপাল্লা বাস যাত্রার শুভ উদ্ভোধন করেন জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত কুমার মালি।উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পরমেশ্বর মণ্ডল।দূরপাল্লার এই বাস চালু হওয়াই পর্যটক থেকে স্থানীয়রা ও ব্যবায়ীরা খুশি।তবে কপালে ভাঁজ স্থানীয় বেসরকারি বাস মালিক ও শ্রমীকদের মধ্যে।

bus opening | newsfront.co
ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ।নিজস্ব চিত্র

বকখালি বাস স্ট্যান্ডে উপস্থিত ছিলেন শ্রীমন্ত কুমার মালি- দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ, গৌতম বিশ্বাস- ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক, শক্তি মণ্ডল (দক্ষিণ ২৪ পরগনার শ্রমিক ইউনিয়নের সভাপতি),কল্পনা মালি মন্ডল- (নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি),পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি ধীরেন কুমার পাত্র।

আরও পড়ুনঃ মোবাইল বাইক টহলদারির উদ্বোধন

bus opening | newsfront.co
নিজস্ব চিত্র
bus opening | newsfront.co
নিজস্ব চিত্র

গৌতম প্রামাণিক (ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান) সহ বিশিষ্ট বর্গ।হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর নির্মিত হয়েছে ব্রিজ।পর্যটন কেন্দ্রে যোগাযোগ মাধ্যম উন্নতি হয়েছে।দূরের পর্যটকদের যাতায়াত স্বচ্ছল রুপ নিয়েছে দুরপাল্লা বাস উদ্বোধনে।

একদিকে হেনরিজ আইল্যান্ড অন্যদিকে বকখালির সমুদ্র সৈকতে ভিড় বাড়বে বলে আশাবাদী সবাই। বকখালি থেকে ভাগবৎপুর যাবার রুট না পাওয়া অসহায় হয়ে পরেছেন নামখানা বকখালি রুটের ২৫ টা বাসের ২৫৫ জন কর্মী।যদিও তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শক্তি মন্ডল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here