মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
শহরে ‘দ্য নেক্সট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’এর সূচণা হয় ২০১৯ সালে। আগের বছর কলকাতার রোটারি সদনে এই ফেস্টিভ্যালটি উদযাপন করা হয়েছিল। কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই ‘দ্য নেক্সট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’এর আয়োজন করতে হয় পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়কে।
৩০ সেপ্টেম্বর অনলাইন প্ল্যাটফর্মে এই ফেস্টিভ্যালটি সম্পন্ন হয়। বিদেশি থেকে স্বদেশী সমস্ত রকম সিনেমাই নির্বাচিত হয় এই ফেস্টিভ্যালে। শুধুমাত্র ইন্ডি ফিল্ম মেকার্সরাই ‘দ্য নেক্সট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’এ অংশগ্রহণ করতে পারেন।
শুধুমাত্র শর্ট ফিল্ম নয়, এই ফেস্টিভ্যালে ফিচার ফিল্ম, ওয়েব সিরিজ থেকে শুরু করে ডকুমেন্টরি সবরকম সিনেমাই প্রদর্শিত হয়। এবছর বিচারক হিসাবে ছিলেন বিশিষ্ট আমেরিকান সুরকার তথা এমিস জুরি সিড দে লা ক্রুজ, পরিচালক সোলেড্যাড কাসেরেস এবং চিত্র পরিবেশক রড সিজ চাভেজ। সারা বিশ্ব থেকে অংশ নেওয়া ৩৫০ টি সিনেমার মধ্যে ৫০ টি সিনেমাকে ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত করেন তাঁরা।
আরও পড়ুনঃ ফের রিলিজ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র গান
এবছর জাতীয় স্তরে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে রামানা পরিচালিত সিনেমা ‘লিভিং আইডল’। আন্তর্জাতিক স্তরে সেরা সিনেমার পুরস্কার লাভ করেছে ‘ওসামা বিন হাইডিং’। এছাড়াও আন্তর্জাতিক স্তরে সেরা মিউজিক ভিডিও হিসাবে নির্বাচিত হয়েছে ‘টোবি উলফ-ওয়ান প্রেয়ার’।
আরও পড়ুনঃ ওটিটিতে ‘আরশি কথা’
জাতীয় স্তরে সেরা মিউজিক ভিডিও হিসাবে নির্বাচিত হয়েছে দেবরূপ মুখোপাধ্যায়ের ‘এ ডট ইন দ্য স্কাই-দ্য লং ওয়ে’। এগুলি ছাড়াও সিনেমার বিভিন্ন বিভাগে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হয়েছে দেশ বিদশের বহু সিনেমা।
পুরো ফেস্টিভ্যালের দায়িত্ব সামলে পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় নিউজ ফ্রন্টকে বলেন, “এই নিয়ে দ্বিতীয় বর্ষে পা দিল এই ফিল্ম ফেস্টিভ্যালটি। এবছর করোনার কারণে অনলাইনে পুরো ফেস্টিভ্যালের আয়োজন করতে হয়েছিল। তবে আগামী বছর অর্থাৎ তৃতীয় বর্ষে অনেক বড় করে ফেস্টিভ্যালটি উদযাপন করার পরিকল্পনা রয়েছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584