শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনে বৃষ্টির মধ্যেও শহর জুড়ে পরিদর্শন জারি রাখল কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রথম থেকেই শহরের হাসপাতাল বাজার পরিদর্শন করে আসছেন তিনি দলের প্রতিনিধিরা। এদিন সকালে প্রথমে বেলেঘাটা বাজার, তারপরে বেলেঘাটা আইডি হাসপাতাল এবং সল্টলেক আমরি হাসপাতালে যান কেন্দ্রীয় দলের সদস্যরা।
মঙ্গলবার সকালেই প্রথমে বেলেঘাটা বাজারে গিয়ে বাজারের বিভিন্ন অংশের ছবি তোলেন সদস্যরা। সেখান থেকে সংক্রামক প্রতিরোধে রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল বেলেঘাটা আইডিতে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। সেখান থেকে তাঁরা যান সল্টলেক আমরি হাসপাতালে। এই হাসপাতালে রাজ্যের প্রথম করোনা রোগীর মৃত্যু ছাড়াও শনিবার ও সোমবার ২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই হাসপাতালের পরিকাঠামো খুঁটিয়ে পরীক্ষা করেন তাঁরা।
কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও ঘুরছেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। শিলিগুড়ির বেসরকারি হাসপাতালগুলিতে ঘুরে ঘুরে টেস্টিং ব্যবস্থা খতিয়ে দেখেন। মাটিগাড়ার হাসপাতাল, বাগডোগরার কমলপুর চা বাগানের অবস্থাও তারা খতিয়ে দেখছেন।
আরও পড়ুনঃ রাজ্যজুড়ে করোনা পরীক্ষার গতি বাড়াতে নিকটস্থ ল্যাবের সঙ্গে হাসপাতালের সমন্বয় সাধন স্বাস্থ্য দফতরের
তবে কলকাতা আর শিলিগুড়ির মধ্যেই আটকে থাকতে চাইছেন না কেন্দ্রীয় দলের সদস্যরা। ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়তে চাইছেন রেড জোনের অন্যান্য জেলাগুলিতেও। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই তাদের একটি দল রওনা হয়ে গিয়েছে। তাদের পরের টার্গেট উত্তর ২৪ পরগনা এবং দার্জিলিং।
প্রসঙ্গত, রাজ্যে এসে কোন কোন জায়গায় ঘুরবেন, তা নবান্নকে তালিকা করে জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কিন্তু রাজ্যে আসার পর থেকে সেভাবে তাদের সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। সেই কারণে তালিকার বাইরেও কোনও জায়গা মনে হলেই পরিদর্শন করছেন তারা। আগামী দিনেও এই পরিদর্শন চলবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584