নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
উত্তরবঙ্গ সফরে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল মঙ্গলবার দুটি দলে ভাগ হয়ে গোটা এলাকা পরিদর্শনে বের হন। জানা যায়, একটি টিম শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। অপর একটি টিম দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়।
তবে প্রথম দলটি এদিন শিলিগুড়ির ডিসান হাসপাতালে যায় এবং সেখানে হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর তাঁরা ওখান থেকে বেড়িয়ে শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে যান। এর পাশাপাশি সেখানে কনটেনমেন্ট জোন ঘুরে দেখেন তাঁরা। তারপর তাঁরা সোজা চলে যান বাগডোগরার কমলপুর চা বাগানে এলাকায়।
আরও পড়ুনঃ মালদহের করোনা আক্রান্ত রোগীকে শিলিগুড়িতে স্থানান্তর ঘিরে তর্জা
সেখানে গিয়ে গোটা চা বাগান এলাকা পরিদর্শন করেন তাঁরা। এরপর কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য অজয় গাঙ্গোয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা গোটা এলাকা পরিদর্শন করছি। আর এবার তার রিপোর্ট যথাযথ স্থানে পাঠানো হবে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584