মনিরুল হক, কোচবিহারঃ
আক্রান্ত তৃণমূল বিধায়ককে উন্নত চিকিৎসার জন্য কোচবিহারের একটি নার্সিংহোমে নিয়ে আসা হয় মঙ্গলবার। মঙ্গলবার সকালে বিধায়ককে দেখতে যান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অভিযোগ, সোমবার রাতে বিধায়ক জগদীশ বসুনিয়া তার নিজের বিধানসভা এলাকার গোসানিমারিতে আক্রান্ত হন। ভাঙচুর করা হয় তাঁর গাড়িও। ঘটনার পরেই অসুস্থ বিধায়ককে নিয়ে যাওয়া হয় সিতাই গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে কোচবিহারের একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে।
অভিযোগ, বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা বিধায়কের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় তাঁর গাড়িও। ঘটনায় বিধায়ককে হাতে ও বুকে আঘাত করা হয় বলে তৃণমূল পক্ষ থকে দাবি জানানো হয়েছে।
এইদিন অসুস্থ সিতাই কেন্দ্রের বিধায়ককে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “হিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি। এইদিন সিতাই-এর বিধায়ককে প্রানে মারার চেষ্টা করেছিল তাঁরা। গোটা জেলা জুড়ে বিশৃঙ্খল অবস্থার তৈরি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
আরও পড়ুনঃরাত ১২ টার পর থেকেই কার্যকর নতুন ট্রেনভাড়া
তিনি বলেন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি কর্মীরা জগদীশকে টার্গেট করে আক্রমণ করে আসছে। এর আগেও তাকে আক্রমনে চেষ্টা করা হয়েছে, বাড়ি ঘর ভাঙচুরও করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584