পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
চিকিৎসায় গাফিলতির কারনে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর চালালো রোগীর আত্মীয় পরিজনেরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ শহরের ইন্দিরাকলোনীর এক বেসরকারি নার্সিংহোমে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অভিযুক্ত চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোম চত্বরে আন্দোলনে নেমেছে মৃতা প্রসূতীর আত্মীয়রা। এদিকে এই ঘটনার জেরে ওই নার্সিংহোমে থাকা অন্যান্য রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন তাদের পরিবারের লোকজনেরা।
রবিবার রাতে রায়গঞ্জের লক্ষনীয়া গ্রামের বাসিন্দা প্রসূতি প্রতিমা রানী হাঁসদা সন্তান প্রসবের জন্য রায়গঞ্জ শহরের এই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। সেদিনই তাঁর সিজার হয় এবং সন্তানের জন্ম দেন। তারপর ওই প্রসূতি সুস্থই ছিলেন।
সোমবার সকালেও তাঁর পরিবারের লোকজন তার সাথে দেখা করে যান। এরপর বেলা বারোটা নাগাদ নার্সিংহোমের গেট বন্ধ করে দেওয়া হয়।
বিকেল চারটের সময় নার্সিংহোমের গেট খোলা হলে প্রতিমা রানী হাঁসদার বাড়ির লোকজন গিয়ে দেখেন বেডে ঠান্ডা নিথর হয়ে পড়ে রয়েছেন ওই প্রসূতি।
আরও পড়ুনঃ নাটাবাড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, গ্রেফতার ১
এরপর তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছুক্ষন বাদে পরিবারের লোককে জানানো হয় তাদের প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর গতকাল ওই প্রসূতির মৃতদেহ বাড়ি নিয়ে চলে যায়।
আজ আবার একদল সশস্ত্র আদিবাসী লোকজন নিয়ে এসে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ভাঙচুর চালায় মৃতা প্রসূতি প্রতিমা রানী হাঁসদার পরিবারের লোকজন।
তাদের অভিযোগ সিজার করার পর সম্পূর্ণ সুস্থ ছিল ওই প্রসূতি। কিন্তু তারপর কর্তব্যরত চিকিৎসক ডাঃ দীপ সরকারের বিরুদ্ধে গাফিলতিতেই মৃত্যু হয়েছে অভিযোগ তুলেছেন রোগীর পরিবার। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, প্রতিমা রানী হাঁসদা নামে ওই প্রসূতির সিজারের পর সে হৃদরোগে আক্রান্ত হন।
নার্সিংহোমের সমস্ত চিকিৎসক আপ্রান চেষ্টা করেও বাঁচাতে পারেননি ওই প্রসূতিকে। এদিকে সশস্ত্র অবস্থায় এসে নার্সিংহোম ভাঙচুরের ঘটনার উত্তেজনা ছড়ানোর পাশাপাশি অন্যান্য রোগীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে।
আতঙ্কে নার্সিংহোমে ভর্তি থাকা অন্যান্য রোগীদের নার্সিংহোম থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584