পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলা কৃষিদফতরের নির্দেশে ভারত বাংলাদেশ সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে গম চাষ করা উপর নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় কৃষকরা।গম চাষের পরিবর্তে সরিষা চাষ করার উপর গুরুত্ব দিয়েছে জেলা কৃষি দফতর।২০১৬-১৭ সালে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলা গম চাষে ঝলসা জাতীয় রোগ দেখা দিয়েছিল।
সেই রোগের সাবধনতা অবলম্বনের জন্য উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে গম চাষের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।জেলার নয়টি ব্লকের মধ্যে ইটাহার এবং চাকুলিয়া ব্লক বাদে বাকি সাতটি ব্লকের তিন হাজার হেক্টর জমিতে এই নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা কৃষি দফতর।
আরও পড়ুনঃ মাশরুম চাষ করে বিকল্প আয়ের পথে বালুরঘাটের চাষীরা
গম চাষের পরিবর্তে ভূট্টা এবং সরিষা বীজ বিনা মূল্যে কৃষকদের প্রদান করা হয়েছিল।উত্তর দিনাজপুর জেলায় ক্রমশ গম চাষে জমি কমছে।বিগত বছরে জেলা ৪৫ হাজার হেক্টার জমিতে গম চাষ হত।গম চাষের পরিবর্তে কৃষকরা ভূট্টা চাষে আগ্রহ দেখা গম চাষের জমি ক্রমশঃ কমছে।বর্তমানে জেলায় গম চাষে জমির পরিমান এসে দাড়িয়েছে ২০হাজার হেক্টর।
গম চাষে ঝলসা রোগ দেখা দেওয়ায় মরার উপর খাঁড়ার ঘায়ের মত।যে সমস্ত কৃষক গম চাষ আগ্রহ দেখিয়েছিল তাদেরকেও জোর করে গম চাষ থেকে সরিয়ে বিকল্প চাষ করাতে বাধ্য করছে কৃষি দপ্তর।কৃষি দফতর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কৃষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584